ফাইল ছবি
বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে। সে ইস্যুকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের মধ্যে চলছে ব্যাপক উত্তেজনা। এমন টানাপোড়েনের মধ্যেই ভারতের সিরিজে আম্পায়ারিং করছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।
রোববার (১১ জানুয়ারি) থেকে শুরু হওয়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।
ভাদোদারায় শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থের সঙ্গে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা। মাঠে মূল আম্পায়ারের ভূমিকায় রয়েছেন ভারতের কেএন আনান্থাপাদ্মানাভান। আইসিসির এলিট প্যানেলের সদস্য শরফুদ্দৌলা ইবনে শহীদ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ আম্পায়ার হিসেবে পরিচিত। এখন পর্যন্ত তিনি ৩২টি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টেও মূল আম্পায়ারের দায়িত্বে ছিলেন তিনি।
আরও পড়ুন<<>>আইসিসিকে পাঠানো চিঠির জবাব নিয়ে যা জানা গেল
এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে এখনও অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। অথচ, ভারতের ম্যাচে হাজির হয়ে গেলেন শরফুদ্দৌলা সৈকত।
এরপরই বিষয়টি ব্যাপক আলোচনায় চলে আসে। তিনি যখন ভারতে টিভি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করতে পারছেন, নিরাপত্তা সংক্রান্ত সমস্যা হয়নি, তাহলে বাংলাদেশের দলের কী সমস্যা হবে? এমনকী একটি মহলে প্রশ্ন উঠেছে যে সৈকতের আম্পায়ারিংয়ের বিষয়টা তুলে ধরে কি পালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চেপে ধরার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোনকিছুই জানানো হয়নি।
৪৯ বছর বয়সী সরফুদ্দৌলা ১১৮টি ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। নারী ক্রিকেটেও তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ ও ২০২১ নারী ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া চলমান বিপিএলেও নিয়মিত দায়িত্ব পালন করছিলেন শরফুদ্দৌলা। সর্বশেষ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) নোয়াখালী এক্সপ্রেস ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচেও আম্পায়ার ছিলেন তিনি। এর তিন দিন পরই আইসিসির ডাকে সাড়া দিয়ে ভারতে যান তিনি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































