ছবি: সংগৃহীত
আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসছে ৪৮ দল নিয়ে ফিফা বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টুর্নামেন্ট সামনে রেখে দল, অধিনায়ক লিওনেল মেসি ও নিজের ভাবনা তুলে ধরেছেন কোচ লিওনেল স্কালোনি।
সম্প্রতি মেসির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তার। এএফএ স্টুডিওতে তিনি জানান, দুজন কফি খেয়েছেন, গল্প করেছেন। তবে বিশ্বকাপ নিয়ে কোনো আলোচনা হয়নি। স্কালোনির ভাষায়, মেসি কখনোই রিল্যাক্স থাকেন না। তিনি জন্মগত প্রতিযোগী। একজন অধিনায়কের এমন মনোভাবই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিশ্বকাপ খেলা নিয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ মেসির ওপর ছেড়ে দিতে চান তিনি।
স্কালোনি স্পষ্ট করেন, বিশ্বকাপ স্কোয়াড এখনো চূড়ান্ত হয়নি। প্রায় ৫০ জন খেলোয়াড়ের একটি বড় তালিকা রয়েছে। চোট ও পারফরম্যান্সই হবে চূড়ান্ত বিবেচনা। শেষ বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই বড় তালিকা রাখা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন<<>>২২ বছর পর সেমিফাইনালে মরক্কো
খেলোয়াড়দের ক্লাব পরিবর্তন নিয়েও কোচের অবস্থান পরিষ্কার। থিয়াগো আলমাদা বা ভ্যালেন্টিন কার্বোনির মতো ফুটবলারদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না স্কালোনি। তার কাছে গুরুত্বপূর্ণ একটাই বিষয়—মাঠের পারফরম্যান্স।
গ্রুপ পর্বের প্রতিপক্ষ নিয়েও সতর্ক আর্জেন্টিনা কোচ। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান—তিন দলই চ্যালেঞ্জিং বলে মনে করেন তিনি। বলেন, গ্রুপ যেমন কঠিন, নকআউট পর্ব হবে আরও কঠিন।
সবশেষে স্কালোনির বার্তা পরিষ্কার—এখনই কোনো কিছু চূড়ান্ত নয়। চূড়ান্ত ঘোষণা আসবে মার্চ মাসে। তখনই বুঝা যাবে, বিশ্বকাপে আর্জেন্টিনা ঠিক কেমন শক্তি নিয়ে মাঠে নামছে।
আপন দেশ/এসএস/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































