Apan Desh | আপন দেশ

মেসিকে ১৫ কোটির বিরল ঘড়ি উপহার 

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ১৭ ডিসেম্বর ২০২৫

মেসিকে ১৫ কোটির বিরল ঘড়ি উপহার 

লিওনেল মেসি ও তার উপহার পাওয়া ঘড়ি

বহুল আলোচিত ভারত সফরে এসেছিলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তিন দিনের সফর শেষে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন ইন্টার মায়ামি তারকা। তবে আর্জেন্টাইন অধিনায়ককে নিয়ে আলোচনা রয়ে গেছে।

ভারত সফরে বিরল এক ঘড়ি উপহার পেয়েছেন মেসি। ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি আর্জেন্টিনার ফরোয়ার্ডকে এ ঘড়ি উপহার দিয়েছেন। 

এদিকে অনন্ত আম্বানির আমন্ত্রণে মেসি গিয়েছিলেন বনতারায়। সেখানে তার বিভিন্ন কার্যকলাপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বনতারায় পুজো দেওয়া থেকে শুরু করে সিংহের দর্শন, সবকিছুই করেছেন মেসি। 

আরও পড়ুন<<>>‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন দেম্বেলে

আগের চারটি রাজ্য ঘুরলেও সেখানে ভিন্নরকম স্বাদ পেয়েছেন এলএম টেন। পুরো সফরে তার সঙ্গে রদ্রিগো দি পল, লুইস সুয়ারেজের সঙ্গে ছিলেন অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্ট। সেখানে অনন্ত মেসিকে একটি ঘড়ি উপহার দেন, যার দাম শুনলে মাথা ঘুরতে পারে।

রিচার্ড মিলির আরএম০০৩-ভি২ জিএমটটি ট্যুরবিলিয়ন এশিয়া এডিশন-এর একটি ঘড়ি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ীকে দিয়েছেন আম্বানিপুত্র। যেটির বাজার দাম আনুমানিক ১২ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যারা মূল্য সাড়ে ১৪ কোটির বেশি। বিশ্বে এ ঘড়ি রয়েছে মাত্র ১২টা। মেসি বনতারায় যাওয়ার পরে তার হাতে এ ঘড়িটা দেখে আলোচনা শুরু হয়। 

মেসির সংগ্রহশালায় অবশ্য কম ঘড়ি নেই। রোলেক্সের লে ম্যান্স-এর ঘড়ি রয়েছে তার। যেটি তৈরি ১৮ ক্যারেট সোনা দিয়ে। এর সঙ্গে রয়েছে রোলেক্সের জিএমটি মাস্টার ২, অডেমার্স পিগেট রয়্যাল ওক ‘জাম্বো’ এক্সট্রা থিন ও বার্বি রোলেক্সের মতো মহামূল্যবান ঘড়ি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়