Apan Desh | আপন দেশ

‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন দেম্বেলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ১৭ ডিসেম্বর ২০২৫

‘ফিফা দ্য বেস্ট’ জিতলেন দেম্বেলে

ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার জয়ী উসমান দেম্বেলে

মাস তিনেক আগে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার ফিফার বর্ষসেরা তথা ‘দ্য বেস্ট’ পুরস্কারও জিতেছেন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারে বর্ষসেরা পুরুষ ফুটবলারের এ স্বীকৃতি পান ২৮ বছর বয়সী দেম্বেলে। 

২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এ ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন দেম্বেলে। যেমনটা করেছিলেন ব্যালন ডি’অর জেতার সময়। 

নির্ধারিত সময় ২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ অগাস্ট পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সে এগিয়ে ছিলেন দেম্বেলেই। পিএসজির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ চার শিরোপা জয়ের নায়ক ছিলেন তিনি। ৫৩ ম্যাচে করেছিলেন ৩৫ গোল, অ্যাসিস্ট ছিল ১৬টিতে।

চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি জিতেছেন লিগ আঁ ও ফরাসি কাপ। ফরাসি সুপার কাপেও করেছিলেন জয়সূচক একমাত্র গোলটি। 

এদিকে মেয়েদের বিভাগে ফিফা দ্য বেস্ট হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। ব্যালন ডি’অরের মতো ২০২৫ সালে ফিফা দ্য বেস্টেও সেরা নারী খেলোয়াড় হয়েছেন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বার ফিফা দ্য বেস্টে সেরা খেলোয়াড় হলেন বোনমাতি।

আরও পড়ুন<<>>৯ কোটি ২০ লাখে কলকাতায় মুস্তাফিজ

এছাড়া সেরা পুরুষ কোচ হয়েছেন পিএসজির কোচ লুইস এনরিকে আর সেরা নারী কোজ ইংল্যান্ড জাতীয় দলের সারিনা ভিগমান। ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ডা. আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।

গত এপ্রিলে বুন্দেসলিগার একটি ম্যাচে এসএসভি ইয়ান রেগেন্সবুর্গের দলীয় চিকিৎসক হিসেবে মাঠে উপস্থিত ছিলেন। সে সময় এক দর্শক হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দিয়ে তার জীবন বাঁচান তিনি।

মে মাসে ইন্ডিপেনদিয়েন্তে রিভাদাভিয়ার বিপক্ষে ইন্ডিপেনদিয়েন্তের হয়ে বক্সের বাইরে থেকে নেয়া অবিশ্বাস্য ওভারহেড কিক থেকে গোলের জন্য সান্তিয়াগো মঁতিয়েল জিতেছেন ছেলেদের পুসকাস অ্যাওয়ার্ড।

বর্ষসেরা নারী ফুটবলারদের গোলের জন্য মার্তা অ্যাওয়ার্ড জিতেছেন লিজবেথ ওভালে। মেয়েদের সেরা গোলরক্ষক  ইংল্যান্ডের হার্না হ্যাম্পটন আর ছেলেদের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।

ফিফা দ্য বেস্টের বর্ণাঢ্য অনুষ্ঠানটি হয়েছে কাতারের রাজধানী দোহায়। এসময় ৮০০ অতিথি হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়