Apan Desh | আপন দেশ

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: ভারতীয় গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৬, ১৭ নভেম্বর ২০২৫

বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ: ভারতীয় গোলরক্ষক

ছবি: বাফুফে

এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ ও ভারত। মঙ্গলবার (১৮ নভেম্বর) নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। 

তার আগে স্বাগতিকদের প্রস্তুতি ভালই টের পাচ্ছেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। দুই দেশের ম্যাচটিতে যে ভালো প্রতিদ্বদ্বিতা হবে, সেটা বুঝতে পারছেন দীর্ঘদেহী গোলরক্ষক। 

প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ নিয়ে ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে অভিজ্ঞ গুরপ্রীত সিং বলেছেন, এটি ( এশিয়ান কাপের দৌড়ে না থাকা) ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বা তীব্রতা কমিয়ে দেবে ন। বাংলাদেশ দল এবং তাদের সমর্থকদের দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। কারণ ভারতের বিপক্ষে খেলা। আমাদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় কঠিন। ম্যাচটি হয়তো দেখতে সুন্দর নাও লাগতে পারে। অগোছালো দেখা যেতে পারে। দল হিসেবে আমাদের যেকোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। 

আরও পড়ুন<<>>ভারতকে উড়িয়ে বদলা নিলো পাকিস্তান

২০১০ সালে ঢাকায়  দক্ষিণ এশিয়ান গেমসে ভারত অনূর্ধ্ব-২৩ দলের অন্যতম  সদস্য ছিলেন সান্ধু। সে সময়ের তুলনায় বাংলাদেশ ফুটবল এখন অনেক এগিয়েছে বলে জানালেন তিনি, সেটা অনেক আগের কথা। বাংলাদেশ ফুটবলে অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং প্রচুর বিনিয়োগ করেছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে, জাতীয় দলও আরও ভালো করছে।

বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করেন সান্ধু, বাংলাদেশের অভিজ্ঞতা সবসময়ই শিক্ষণীয়। এখানে এসে খেলা সহজ নয়। কারণ এখানকার ফুটবলে প্রতিযোগিতা হয়। প্রতিবেশী হওয়ায় তারা আমাদের বিপক্ষে ভালো করতে চায় এবং আমাদের কঠিন পরীক্ষায় ফেলতে চায়। জাতীয় দলের সঙ্গে কিংবা যখনই ক্লাব ফুটবলের জন্য এখানে এসেছি, আমার অভিজ্ঞতা অন্তত সেটাই বলে।

ঢাকায় এসে অনিরাপদ বোধ করছে না ভারতীয় দল। সান্ধুর কথা, এখানকার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত ছিলাম। তবে অবশ্যই খুব আদর্শ নয়। তবে আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং এটাই আমাদের মাথায় আছে। এখানে আসার পর থেকে আমরা অনিরাপদ বোধ করিনি। এখন ভালোভাবেই কাটছে, সবকিছু খুব সুসংগঠিত। সামনে যা আছে এবং মাঠে কী করতে হবে সেটা নিয়ে মনোযোগ দিতে হবে আমাদের।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়