
সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে টাইগাররা ১৭৯ রানে জয় পেয়েছে। ওয়ানডেতে রানের হিসেবে এটা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এর আগে সর্বোচ্চ জয় ছিল ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৩ রানের। মিরপুরে সে রেকর্ড ভাঙার সুযোগ ছিল বাংলাদেশের সামনে।
বাংলাদেশ ২৯৭ রানের লক্ষ্য দেয়। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে। ৯৭ রানে ৯ উইকেট হারায় তারা। তখনো রেকর্ড ভাঙার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আকিল হোসেন ১৫ বলে ২৭ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। মিরাজের বলে আকিল বোল্ড হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ১১৭ রানে অলআউট হয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১২ সালে খুলনায় ১৬০ রানে জিতেছিল টাইগাররা।
বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে মুখ থুবড়ে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকেই নিজেদের সেরাটা দেন।
আরও পড়ুন>>>‘আমার কোনো অনুশোচনা নেই, মানুষ এখন বুঝতে শুরু করেছে’
রিশাদ হোসেন এ সিরিজে মোট ১২ উইকেট নিয়ে বাংলাদেশের কোনো স্পিনারের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন। তিনি গুড়াকেশ মোতিকে এলবিডব্লু করে ও শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেজকে আউট করে মোট ৩টি উইকেট নেন।
নাসুম আহমেদ পরপর দুই ওভারে অ্যালিক আথানেজ ও আকিম অগাস্টকে এলবিডব্লু করেন। এরপর ব্রেন্ডন কিংকেও বোল্ড করে তিনি মোট ৩টি উইকেট তুলে নেন।
বাঁহাতি স্পিনার তানভীর ইসলামও দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ ও পরে কিসি কার্টিকে সাজঘরে পাঠান।
মেহেদী হাসান মিরাজ ৯৭ রানে জাস্টিন গ্রিভসকে আউট করে নবম উইকেট এনে দেন। তবে আকিল হোসেন (২৭ রান) ও খারি পিয়েরে শেষ উইকেটে ২০ রান যোগ করে বাংলাদেশের রেকর্ড ১৮৩ রানের জয়কে ছুঁতে দেননি। শেষ পর্যন্ত মিরাজের বলেই বোল্ড হন আকিল।
এর আগে ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর দেড় বছর পর আবারও সিরিজ ট্রফি হাতে তুলল টাইগাররা। ওপেনারদের আগ্রাসী ব্যাটিং ও স্পিনারদের বিধ্বংসী বোলিংসব মিলিয়ে মিরপুরে ছিল একদমই একতরফা বাংলাদেশি আধিপত্য।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।