Apan Desh | আপন দেশ

‌‘আমার কোনো অনুশোচনা নেই, মানুষ এখন বুঝতে শুরু করেছে’

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ২৩ অক্টোবর ২০২৫

‌‘আমার কোনো অনুশোচনা নেই, মানুষ এখন বুঝতে শুরু করেছে’

সাকিব আল হাসান।

ক্রিকেটার সাকিব আল হাসান এখন খেলার চেয়ে রাজনৈতিক কারণে বেশি আলোচনায়। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার হলেও গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর সাকিব আর দেশে ফেরেননি।

সরকার পতনের সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। দেশে সহিংসতা ও দমন-পীড়নের খবর ছড়ালেও সাকিব নীরব ছিলেন। এ কারণে তিনি সমালোচিত হন। কারণ তখন তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।

জাতীয় দল থেকে তিনি আনুষ্ঠানিক অবসর ঘোষণা করেননি। তবে তার আর জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন, তিনি সাকিবকে জাতীয় দলে খেলতে দেবেন না। সাকিব ‘স্বৈরাচারের সহযোগী’।

মাঠের ক্রিকেট থেকে সাকিব পুরোপুরি দূরে সরে যাননি। তিনি দেশের বাইরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। তিনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL), কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে অংশ নিচ্ছেন। সম্প্রতি আটলান্টা ফায়ারের হয়ে শিরোপাও জিতেছেন তিনি।

আরও পড়ুন>>>মালয়েশিয়ান ক্রিকেটে তামিম ইকবাল

ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব তার রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলেছেন। সাকিব বলেন, আমি মনে করি সেটি ছিল একটিমাত্র মুহূর্ত যা আমার বিরুদ্ধে গেছে। হয়তো মানুষ অন্য কিছু আশা করছিল। কিন্তু তিনি সে অবস্থানে ছিলেন না। কিংবা তিনি পুরো পরিস্থিতি বুঝতেই পারেননি। তিনি তখন দেশের বাইরে ছিলেন, তাই বিষয়টি কঠিন ছিল। আমি তাদের অবস্থান বুঝতে পারি ও সম্মান করি, কিন্তু আমার কোনো অনুশোচনা নেই। বরং আমি মনে করি, মানুষ এখন ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে শুরু করেছে।

ক্রিকবাজকে দেয়া ঐ সাক্ষাৎকারে নিজের অবসরের বিষয়েও খেলামেলা কথা বলেছেন সাকিব। এ নিয়ে বিষয়ে তিনি বলেন, না, সত্যি বলতে, আমি এখনো কোনো ফরম্যাট থেকেই অফিসিয়ালি অবসর নিইনি।

মিরপুরের হোম অব ক্রিকেটে ক্যারিয়ারের ইতি ঘোষণার ইচ্ছা প্রকাশ করে সাকিব বলেন, হ্যাঁ, ১০০%। এটা হয়তো আমার চেয়ে আমার ভক্তদের জন্যই বেশি। যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই হবে আমার ও আমার সমর্থকদের জন্য সবচেয়ে সুন্দর মুহূর্ত।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা