Apan Desh | আপন দেশ

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪০, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১০:২৪, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আফগানদের হারিয়ে সুপার ফোরের আশায় বাংলাদেশ

ছবি: এপি

হংকংকে উড়িয়ে এশিয়া কাপরে ১৭তম আসরে দুর্দান্ত পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে ব্যাকফুটে চলে যায় লাল সবুজের প্রতিনিধিরা। ফলে লিটন দাসদের জন্য কঠিন হয়ে যায় এশিয়ার ‘বিশ্বকাপ’ খ্যাত এ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ড, অর্থাৎ সুপার ফোরে খেলা। তবে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল টাইগাররা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মিডনাইটে আবু ধাবিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে আটকে যায় আফগানরা। ৮ রানের এ হারে সুপার ফোরে ওঠার পথ অনেকটাই শেষ রশিদ খানদের। তবে ডু অর ডাই ম্যাচ জিতে  পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

লাল সবুজ দল এখন তাকিয়ে আছে ‘বি’ গ্রুপে শ্রীলঙ্কা-আফগানিস্তানের শেষ ম্যাচের। ওই ম্যাচের ফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের সুপার ফোরের যাওয়া-না যাওয়া। লঙ্কানরা আফগানদের হারিয়ে দিলেই বাংলাদেশকে সঙ্গী করে পরের রাউন্ডে চলে যাবে তারা। অন্যদিকে আফগানিস্তান জিতে গেলেও বাংলাদেশের সম্ভাবনা থাকবে। তখন আসবে নেট রানরেটের হিসাবনিকাশ।

বাংলাদেশের ব্যাটিংয়ের শেষ দিকেই বোঝা যাচ্ছিল, পিচ মন্থর হয়ে আসছে। বল দেরি করে আসছিল। ফলে বাংলাদেশের ১৫৪ রানের স্কোরটাও কঠিন লক্ষ্যই হতে যাচ্ছিল আফগানিস্তানের জন্য। বাংলাদেশ বোলিংয়ে যেমন শুরু চেয়েছিল, সেটিই পেয়ে যায় প্রথম বলে। এবারের এশিয়া কাপে প্রথমবার একাদশে সুযোগ পাওয়া নাসুম প্রথম বলেই ফেরান সেদিকউল্লাহ অটলকে। এলবিডব্লিউ হয়ে ফেরেন আফগান ওপেনার।

আফগানদের বিপদ আরও বাড়ে ইব্রাহিম জাদরানের আউটে। ক্রিজে টিকে থাকার লড়াই করা এ ব্যাটার নাসুমের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ১২ বলে ৫ রান করে। ১৮ রানে ২ উইকেট হারানো আফগানিস্তানকে পথে ফেরানোর চেষ্টা করেছিলেন রহমানউল্লাহ গুরবাজ ও গুলবাদিন নাইব। জুটি গড়ে চাপ কাটানোর চেষ্টা করেন তারা। রিশাদ হোসেনের বলে সফট ডিসমিসাল হয়ে গুলবাদিন ফিরে গেলে আরও চাপে পড়ে আফগানরা। রিশাদকে ফিরতি ক্যাচ দিয়ে ১৬ রানে ফেরেন তিনি।

শুরু থেকে একপ্রান্ত আগলে রাখা গুরবাজও টিকতে পারেননি। ওই রিশাদের বলেই আউট তিনি। সুইপ শট খেলতে গিয়ে ৩১ রানে ধরা পড়েন জাকের আলীর হাতে। এরপর মোস্তাফিজের শিকার মোহাম্মদ নবি। বাঁহাতি পেসারের স্লোয়ারে বুঝতে না পেরে ১৫ বলে ১৫ রান করে বোল্ড হয়ে ফেরেন এ অভিজ্ঞ ব্যাটার।

আরও পড়ূন<<>>ডু অর ডাই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

জয়ের জন্য ৪ ওভারে ৪৫ রান তখনও প্রয়োজন আফগানিস্তানের। বাংলাদেশের জয়ের পথ তখন অনেকটা পরিষ্কার। কিন্তু রশিদ খান বাজি উল্টে দিতে চলেছিলেন। মোস্তাফিজুর রহমানের ১৭তম ওভার থেকে ১৪ রান নেন তিনি। ১৮তম ওভারে ওমরজাই রান আউট হলে ৪ রানের বেশি নিতে পারেনি আফগানরা।

১৯তম ওভারে মোস্তাফিজুরই বাংলাদেশকে জয়ের পথ দেখান। ওভারের প্রথম বলে ৪ দিয়ে শুরু করা রশিদ খানকে পরের বলেই পয়েন্টে তাসকিনের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ। কাট শট খেলতে গিয়ে ব্যর্থ হন ১১ বলে ২০ করা রশিদ। পরের বলে আল্লাহরাখা গাজানফারকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেছিলেন ফিজ। তার হ্যাটট্রিক না হলেও ম্যাচ জয় দেখেছে বাংলাদেশ।

এ ম্যাচে বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন আনা হয়। চারজনই দুর্দান্ত ভূমিকা রাখেন জয়ে। নাসুম আহমেদ ১১ রানে ২ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। নুরুল হাসান সোহানের ৬ বলে ১২ রানের ২০০ স্ট্রাইকরেটের ক্যামিও বাংলাদেশের রান দেড়শ ছাড়িয়ে দেয়। সাইফ হাসান ওপেনিংয়ে নেমে ২৮ বলে ৩০ রানের কার্যকর ইনিংস খেলেন। আর একাদশে ফেরা তাসকিন নিয়েছেন ৩৪ রানে ২ উইকেট।

এছাড়া তানজিদ তামিমের ৫২ রানে বাংলাদেশের স্কোর গতি পায়। এ জয়ে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে অনেককেই জবাব দিতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেটাররা। এশিয়া কাপ শুরুর আগে থেকেই অনেকে ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে দেখছিলেন পরের রাউন্ডে। আফগানিস্তান বাংলাদেশকে হারিয়ে দিবে এমন ভবিষ্যদ্বাণীও ছিল অনেকের। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশ জিতে সমালোচকদের গালে চপোটাঘাত করেছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়