Apan Desh | আপন দেশ

রেলপথ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ৩১ জানুয়ারি ২০২৬

রেলপথ মন্ত্রণালয়ের সতর্কতা জারি

ছবি: আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে যাত্রী ও রেল অবকাঠামোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৩১ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

আদেশে বলা হয়েছে, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে গণপরিবহণ হিসেবে রেলওকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন <<>> নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

এ কারণে রেলের যাত্রী, রেল ও অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো ধরনের নাশকতা বা রেল যাত্রী, রেল ও অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেল স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, গেটকিপার বা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। এছাড়া, বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করেও কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়