ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে ভারত বড় বিপদে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এ সিদ্ধান্ত ভারতের ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনকে হুমকির মুখে ফেলেছে।
ঘটনার সূত্রপাত হয় নিরাপত্তা শঙ্কার কারণে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার সময়। এরপর বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়নি। ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে তারা শ্রীলংকায় খেলার প্রস্তাব দিয়েও ব্যর্থ হয়। আইসিসি বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে।
গার্ডিয়ানের মতে, এ ঘটনায় ভারতের আন্তর্জাতিক ক্রীড়া কূটনীতিতে প্রভাব পড়ছে। রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি সবসময় কড়া অবস্থান নেয়। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া ভারতের অলিম্পিক আয়োজনের সুযোগ অনিশ্চিত করে দিয়েছে।
আরও পড়ুন <<>> বিশ্বকাপের আগে আইসিসি-ডব্লিউসিএ দ্বন্দ্ব, ইস্যু বাংলাদেশ
অলিম্পিক আয়োজন করতে হলে ভারতকে আঞ্চলিক ক্রীড়া সম্পর্ক স্বাভাবিক করতে হবে। নয়তো বিশ্বের সবচেয়ে বড় এ ক্রীড়া আসর আয়োজন করা সম্ভব হবে না।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস অলিম্পিক কমিটির সঙ্গে সরাসরি যুক্ত। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ঘটানো ঘটনাটি কমিটির নজরে আনা কঠিন নয়।
উল্লেখ্য, ড. ইউনুস ২০২৪ প্যারিস অলিম্পিকের মশাল প্রজ্বলন করেছেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রভাব ২০২৮ সালের অলিম্পিকেও পড়তে পারে।
আপন দেশে/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































