ছবি: আপন দেশ
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার (ডিআইটিএফ) ৩০তম আসরে ২২৪ কোটি টাকার রফতানি আদেশ এবং ৩৯৩ কোটি টাকার পণ্য বিক্রির তথ্য প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শনিবার (৩১ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন জানান, ডিআইটিএফ-২০২৬ এ দেশি-বিদেশি ৩২৯ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যার মধ্যে ছয়টি দেশ (ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া) থেকে ১১টি প্রতিষ্ঠান ছিল।
মেলায় কটেজ, ক্ষুদ্র-মাঝারি ও ভারী শিল্পের পোশাক, চামড়াজাত, পাটজাত, কৃষি, ফার্নিচার, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, কসমেটিক্স, খেলনা, হোম ডেকর, প্লাস্টিক ও হারবাল পণ্যসহ নানাবিধ পণ্য প্রদর্শিত ও বিক্রি হয়।
রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, সম্ভাব্য রফতানি আদেশের পরিমাণ ১৭.৯৮ মিলিয়ন মার্কিন ডলার (২২৪.২৬ কোটি টাকা)। প্রধান রফতানি খাতগুলো হলো পাটজাত পণ্য, ইলেক্ট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, কসমেটিক্স, হাইজিন পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, হ্যান্ডলুম, তৈজসপত্র, হোম টেক্সটাইল, নকশী কাঁথা ও ফেব্রিক্স। যেসব দেশ থেকে রফতানি আদেশ পাওয়া গেছে সেগুলো হলো আফগানিস্তান, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, তুরস্ক।
স্থানীয়ভাবে ৩৯৩ কোটি টাকার ক্রয়-বিক্রয় সম্পন্ন হয়। ডিআইটিএফ-২০২৬ তে বিক্রয়মূল্য আগের বছরের তুলনায় ৩.৪২ শতাংশ বৃদ্ধি পায়।
আরও পড়ুন <<>> দেশে স্বর্ণের বাজারে বড় দরপতন
মেলায় ৪০টি প্রতিষ্ঠানকে সেরা প্যাভিলিয়ন ও স্টল হিসেবে পুরস্কার দিয়ে স্বীকৃতি প্রদান করা হয়। নির্মাণ কাঠামো, স্থাপত্য সৌন্দর্য, পণ্য প্রদর্শন, ক্রেতা সেবা, ডিজিটাল কনটেন্ট ও ইনোভেশন বিবেচনা করে এ সম্মাননা দেয়া হয়।
মেলায় আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু পার্ক, সিনিয়র সিটিজেন কর্নার, মা-শিশু সেবা কেন্দ্র, স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, নিরাপত্তা ব্যবস্থা ও অনলাইন স্টল বরাদ্দ। বিদেশি সম্ভাব্য ক্রেতাদের জন্য Export Enclave এবং রফতানি খাতের সক্ষমতা প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরো নিশ্চিত করেছে, মেলার লক্ষ্য রফতানি বৃদ্ধি, বাজার বহুমুখীকরণ এবং দেশের শিল্পের সক্ষমতা বাড়ানো।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































