ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপে না খেলায় বাংলাদেশের ক্রিকেটাররা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এ পরিস্থিতিতে খেলোয়াড়দের ক্ষতি পুষিয়ে দিতে নতুন ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে খেলতে রাজি হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেয়া হলেও তা প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন দলের টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এতে জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি অংশ নেবেন হাই পারফরম্যান্স (এইচপি) ও ‘এ’ দলের খেলোয়াড়রা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম সাংবাদিকদের জানান, উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে আলোচনা করে এ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, খেলোয়াড়দের জন্য এতে ভালো পারিশ্রমিকের ব্যবস্থাও থাকবে।
আরও পড়ুন <<>>অবশেষে মুখ খুললো শ্রীলঙ্কা
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমকে তিনি বলেন, নিরাপত্তাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বিসিবির উপদেষ্টা বোর্ডের সঙ্গে আলোচনা করেই দেশে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ আয়োজন সম্পূর্ণভাবে বিসিবির মাধ্যমে হবে। সরকার সরাসরি আয়োজন করবে না।
টুর্নামেন্টে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় অন্য খেলোয়াড়রাও অংশ নেবেন। মাহবুব-উল-আলম বলেন, জাতীয় দলে সীমিতসংখ্যক খেলোয়াড় থাকলেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবাইকে যুক্ত রাখতে বিস্তৃত পরিসরে খেলোয়াড় অন্তর্ভুক্ত করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































