Apan Desh | আপন দেশ

সবাইকে নিয়ে ঐক্যের সরকার গঠন করতে চাই: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২৩, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:০৪, ৩১ জানুয়ারি ২০২৬

সবাইকে নিয়ে ঐক্যের সরকার গঠন করতে চাই: জামায়াত আমীর

ডা. শফিকুর রহমান। ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে যারা পরাজিত হবে, তাদের সবাইকে নিয়ে ঐক্যের সরকার গঠন করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের নির্বাচনি সমাবেশে এ কথা বলেন।

ঐক্যের বার্তা জানিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আগামীতে নির্বাচিত হলে ১১ দলীয় জোট দেশে একটা ঐক্যের সরকার গঠন করবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা হেরে গেলেও তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা হবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যুবকদের বাংলাদেশ। পেছনের সব ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য বাংলাদেশে ঐক্য সৃষ্টি করা। 

জামায়াত আমীর বলেন, আমাদের প্রতিপক্ষ যদি ভোটে পরাজিত হয় তারপরও আমরা তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করব। তবে তাদেরকে কথা দিতে হবে ব্যাংক ডাকাতি, অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানুষের পকেটে হাত দেয়া বন্ধ করতে হবে। 

যুবকদের দেশ গড়ার হাতিয়ার হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি জানিয়ে তিনি বলেন, দেশের যুবসমাজ বেকার ভাতা চায় না। তারা দক্ষ যুবসমাজে পরিণত হতে চায়। আমরা বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। আমরা যাদেরকে প্রার্থী করেছি তাদের ৬২ ভাগ যুবক। এটা তারুণ্যের বাংলাদেশ। এ দেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। আমরা এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। দেশের একজন সাধারণ নাগরিকের যে বিচার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই বিচার নিশ্চিত করা হবে।  

আরও পড়ুন<<>>‘বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে’

জামায়াত আমীর বলেন, জুলাইকে সম্মান করতে হবে। জুলাই সংস্কারের সব শর্ত বাস্তবায়নে অঙ্গীকার করতে হবে। আমরা এ জাতিকে কোনোভাবেই আর বিভক্ত করতে চাই না। 

তিনি বলেন, সব ধর্মের মানুষকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। আপনারা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। কেউ আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না। 

শফিকুর রহমান বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। এ শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। শিক্ষা যদি ভালো না হয় ভালো জাতি আমরা গড়ে তুলতে পারব না। শিক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন প্রয়োজন। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে সেটা আসবে যুবসমাজের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা আর কোনো আধিপত্য দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে ১১ দল আপনাদের পক্ষ হয়ে এ জাতিকে পরিচালিত করবে। মন্ত্রিপরিষদের সিনিয়র একজন সদস্য পাবেন চৌদ্দগ্রামের জনগণ। 

জামায়াত আমীর বলেন, গত সাড়ে ১৫ বছর দেশবাসী মজলুম ছিলেন। যারা দীর্ঘদিন মজলুম ছিলেন তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয়ই হবে ১১ দলের বিজয়। জনগণকে সঙ্গে নিয়ে ১১ দল লড়ে যাবে। বিজয়ের লক্ষ্যে আমরা চূড়ান্ত ভোটের লড়াই করছি। আমাদের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। 

তিনি বলেন, ৫ আগস্টের পর আপনারা দেখেছেন কার কী ভূমিকা। আপনারা আমাদের ভূমিকা দেখলে সিদ্ধান্ত নিতে কঠিন হবে না বলে বিশ্বাস করি। 

জামায়াত আমীর বলেন, যারা মা-বোনদের গায়ে হাত দেয়, তাদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে এ দেশের ৯ কোটি মা-বোন নিরাপদ নয়। এখন তাদের মাথা গরম হয়ে গেছে। সাধারণ নারীরা বলছে নিরাপত্তার জন্য আমাদের ১১ দল প্রয়োজন। তখন এগুলো শুনে তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। বন্ধুরা মাথা গরম করবেন না। এখন তো মাঘ মাস। এত তাড়াতাড়ি মাথা গরম করলে কিভাবে হবে? 

কোনো দলের নাম উল্লেখ না করে এ সময় জামায়াত আমীর বলেন, আপনারা নারী সমাজকে সম্মান করতে শিখুন। মা-বোনদেরকে সম্মান করতে শিখুন। তাদের গায়ে হাত দেবেন না। আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।

তিনি আরও বলেন, জুলাইকে অনেকে স্বীকার করে না। জুলাই যোদ্ধাদেরকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ তাদের কারণেই আজকে আপনারা কথা বলতে পারছেন। আমরা কথা বলতে পারছি। 

শফিকুর রহমান বলেন, চাঁদাবাজিসহ সব দুর্নীতি সমাজ থেকে দূর করে দিতে চাই। এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক ইজ্জত-সম্মান এবং তার সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে। 

কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, আপনারা চাঁদাবাজি-লুটপাট ছেড়ে দেন। এক সময় আপনারা মজলুম ছিলেন, এখন কেন জালিমের পথ বেছে নিতে চাচ্ছেন। আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন, তাদেরকে সংশোধনের জন্য আমরা সুযোগ দেব। যদি তারা সংশোধন না হয়, তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। 

শফিকুর রহমান বলেন, সরকারি-বেসরকারি চাকরি যারা করছেন, অনেকেই সম্মানজনক বেতন পাচ্ছেন না। সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারী যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সে ব্যবস্থা করা হবে। 

আমাদের গণজোয়ার দেখে কেউ কেউ মিথ্যা অপবাদ এবং বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে বৈঠক করব। কওমি মাদ্রাসার উন্নয়নের স্বার্থে যা লাগে তাই আমরা করব। আমরা কওমি মাদ্রাসার বিরোধী নই। 

তিনি বলেন, যুবসমাজ তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। বলেছে- হয় আমার অধিকার দাও, না হয় আমাকে গুলি দাও। তারা বলেছে- বুকের ভেতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা মজলুম হয়ে শহীদ হয়েছেন, যারা অত্যাচারের শিকার হয়েছেন তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। 
আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়