Apan Desh | আপন দেশ

মিয়ানমারে নির্বাচন চলাকালে বিমান হামলায় নিহত ১৭০: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

মিয়ানমারে নির্বাচন চলাকালে বিমান হামলায় নিহত ১৭০: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মিয়ানমারের বহুল সমালোচিত জাতীয় নির্বাচন চলাকালে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ মানবাধিকার দফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে চলতি জানুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত দেশটিতে অন্তত ৪০৮টি সামরিক বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ হয়েছে।

নির্বাচনটিকে আগেই বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন ‘প্রহসন’ হিসেবে আখ্যা দেয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, সেনাবাহিনী–সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বড় ধরনের জয় পেয়েছে।

আরও পড়ুন <<>> হরমুজ প্রণালিতে নৌ মহড়ার আগে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র

তবে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দি অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিকে (এনএলডি) নির্বাচনে অংশ নিতে দেয়া হয়নি।

জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার টুর্ক বলেন, নির্বাচনটি সেনাবাহিনী সাজানোভাবে আয়োজন করেছে। বিরোধী প্রার্থী ও কয়েকটি জাতিগোষ্ঠীকে প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, ভয় ও সহিংসতার পরিবেশে মানুষ ভোট দেবে কি দেবে না—সে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এটি মৌলিক নাগরিক অধিকারের পরিপন্থি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়