Apan Desh | আপন দেশ

বিশ্বকাপের আগে আইসিসি-ডব্লিউসিএ দ্বন্দ্ব, ইস্যু বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৩৫, ৩১ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের আগে আইসিসি-ডব্লিউসিএ দ্বন্দ্ব, ইস্যু বাংলাদেশ

ফাইল ছবি

বাংলাদেশ ইস্যুতে সমালোচনার মুখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি নতুন করে বিপাকে পড়ল। খেলোয়াড়দের নাম, ছবি ও পরিচিতি ব্যবহারের শর্ত নিয়ে আইসিসির সঙ্গে এবার সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)।

ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ডব্লিউসিএ অভিযোগ করেছে, আসন্ন বিশ্বকাপের জন্য আইসিসি খেলোয়াড়দের কাছে যে ‘স্কোয়াড পার্টিসিপেশন টার্মস’ পাঠিয়েছে, তা ২০২৪ সালে দুই পক্ষের সম্মতিতে স্বাক্ষরিত চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। নতুন এ শর্তাবলিকে খেলোয়াড়দের জন্য ‘শোষণমূলক’ বলে আখ্যা দিয়ে আইসিসিকে লিখিতভাবে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সংগঠনটি।

আইসিসি অবশ্য অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ২০২৪ সালের চুক্তিটি কেবল আটটি নির্দিষ্ট সদস্য বোর্ডের জন্য প্রযোজ্য ছিল। এবারের বিশ্বকাপে অংশ নেয়া সব দলের ক্ষেত্রে তা কার্যকর নয়। এর পাল্টা জবাবে ডব্লিউসিএ বলছে, আগের চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে, খেলোয়াড় সংগঠনের সঙ্গে যুক্ত সব ক্রিকেটারের জন্যই ওই চুক্তির সুরক্ষা প্রযোজ্য হবে। তাই বিশ্বকাপে অংশ নেয়া সব খেলোয়াড়ই সে আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট নতুন শর্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, আইসিসির দেয়া নতুন শর্তাবলি পূর্বে সম্মত চুক্তির তুলনায় খেলোয়াড়দের বাণিজ্যিক অধিকার ও সুরক্ষাকে মারাত্মকভাবে খর্ব করছে।

আরও পড়ুন<<>> বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা আসছেন

বিশেষ করে কনটেন্ট ও মিডিয়া উপস্থিতি, পর্দার পেছনের ভিডিও ধারণ, ড্রেসিংরুমে প্রবেশাধিকার, খেলোয়াড়দের বায়োমেট্রিক ডেটা এবং লাইসেন্সিং ইস্যু নিয়ে আপত্তি জানিয়েছে ডব্লিউসিএ। মফাট আরও অভিযোগ করেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, একই বিশ্বকাপে অংশ নেয়া বড় দলগুলো ভালো সুবিধা পেলেও ঝুঁকিপূর্ণ ও স্বল্প আয়ের খেলোয়াড়দের ভিন্ন ও কঠোর শর্তে খেলতে বাধ্য করা হচ্ছে। অথচ অনেক খেলোয়াড়ের জন্য আইসিসি ইভেন্টই আয়ের প্রধান উৎস।

ডব্লিউসিএ স্পষ্ট জানিয়েছে, তারা ক্রিকেটের উন্নয়ন বা আইসিসি ইভেন্টের বিরোধী নয়। তবে খেলোয়াড়দের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতেই সে লক্ষ্য অর্জন করতে হবে। সংস্থাটির দাবি, সংশ্লিষ্ট খেলোয়াড়রা ইতোমধ্যে সম্মত স্কোয়াড শর্তে স্বাক্ষর করেছেন। বিশ্বকাপে আইসিসিকে সে পুরোনো শর্তগুলোই কার্যকর করতে হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়