Apan Desh | আপন দেশ

বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

কুমিল্লা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২২:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০

ছবি: আপন দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামায়াতের রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানিসহ ছয়জন রয়েছেন। বিএনপির উপজেলা সহসভাপতি সোলেমান চৌধুরীসহ আহত হয়েছেন আরও চারজন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফিরছিলেন। পথে হাটবাইর গ্রামে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের নেতাকর্মীরা আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন দাবি করেন, সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির কয়েকজন নেতার নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে তাদের অন্তত ছয়জন আহত হন।

আরও পড়ুন <<>> তারেক রহমানের কাছে টুকুর একগুচ্ছ দাবি

উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত নেতাকর্মীরাই আগে হামলা চালায়। এতে তিনি নিজেসহ চারজন আহত হয়েছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়