Apan Desh | আপন দেশ

আসতে হবে না, আমি আপনাদের কাছে আসবো: মাহমুদ হাসান

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৮, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

আসতে হবে না, আমি আপনাদের কাছে আসবো: মাহমুদ হাসান

ছবি: আপন দেশ

আপনাদের ভোটে নির্বাচনে জয়ী হলে পাবলিক হিয়ারিং এ আমি আপনাদের কাছে হাজির হবো। সেখানে জনগণের প্রশ্ন করার সুযোগ থাকবে। আপনাদের আমার কাছে যেতে হবে না, আমি আপনাদের কাছে আসবো। এভাবেই ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান।

শনিবার (৩১ জানুয়ারি) কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলায় নির্বাচনী পথসভায় তিনি প্রতিশ্রুতি দেন। 

আরও পড়ুন<<>>‘চিংড়ি সংরক্ষণ করে পরিকল্পিত উৎপাদন বাড়াতে হব’

তিনি বলেন, আমি ঈগল পাখি প্রতীক নিয়ে নির্বাচন করছি। কেশবপুর আমার প্রিয় জন্মভূমি, আমার বাবা অ্যাডভোকেট আব্দুল কাদের একজন জনপ্রতিনিধি ছিলেন এবং কেশবপুরের উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছিলেন। তাই আপনারা ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে বাবার মত আমাকেও সৎ ও নির্ভীক থেকে আপনারদের সেবা করার সুযোগ দিবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়