Apan Desh | আপন দেশ

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা আসছেন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৩২, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৪:৩৩, ৩১ জানুয়ারি ২০২৬

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন কারা আসছেন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল : ফাইল ছবি

আগের কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সে তালিকা আরও দীর্ঘ হতে চলেছে। শিগগিরই নতুন তালিকায় কারা জায়গা পেল তা জানাবে বোর্ড।

কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরির কাজ প্রায় শেষ, এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা বাকি। গত বছর বাংলাদেশ জাতীয় দলের ২২ ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছিল। এবার সেটি বাড়িয়ে উন্নীত করা হবে ২৭–এ। সেক্ষেত্রে নতুন করে বেশ কয়েকজন ক্রিকেটার নতুন চুক্তিতে জায়গা পাবেন। 

আরও পড়ুন<<>>বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ খেলবে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

একটি সূত্র জানিয়েছে সাইফ হাসান, হাসান মুরাদ, পারভেজ হোসেন ইমন ও তানভীর ইসলামরা প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে।

জানা গেছে, নতুন বছরের ১ জানুয়ারি থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এদিকে, এবারের তিন ফরম্যাটের জন্য চুক্তিতে থাকছেন না তাসকিন, কারণ তিনি টেস্ট বাদে বাকি দুই ফরম্যাটে জাতীয় দলের র্জাসিতে খেলছেন। সব ফরম্যাটের চুক্তিতে দেখা যেতে পারে কেবল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। এবারের চুক্তিতেও নেই নুরুল হাসান সোহান। এদিকে, গেল বছর বেতন বাড়লেও এবার আগের বেতন অনুযায়ীই ক্রিকেটাররা চুক্তিতে অন্তর্ভুক্ত হবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়