ছবি: আপন দেশ
দীর্ঘ ২২ বছর পর নির্বাচনি প্রচারণায় রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি রাজশাহী সফর করবেন।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন তারেক রহমান।
রাজশাহী-২ (মহানগর) আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহীতে পৌঁছাবেন তারেক রহমান। ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিশাল নির্বাচনি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
সফরসূচি চূড়ান্ত হওয়ার পরপরই রোববার সকাল থেকে মাদ্রাসা মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। তারেক রহমানের আগমনের খবরে রাজশাহী নগরীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ সফল করতে প্রচার-প্রচারণাও জোরদার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০০৩ সালে দলীয় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান।
সূত্র আরও জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পদ্মা আবাসিক এলাকায় মিজানুর রহমান মিনুর বাসভবনে আয়োজিত ভার্চুয়াল সভায় অংশ নেন তারেক রহমান।
ওই সভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। সভায় তিনি রাজশাহীতে তিন জেলার যৌথ নির্বাচনি সমাবেশের প্রস্তুতি নিতে নির্দেশ দেন।
মিজানুর রহমান মিনু জানান, ২৯ জানুয়ারি দুপুর সোয়া ১২টায় বিমানে রাজশাহীতে নামবেন তারেক রহমান। সেখান থেকে সরাসরি তিনি মাদ্রাসা মাঠের সমাবেশস্থলে যাবেন। দুপুর সাড়ে ১২টায় তিনি সমাবেশে বক্তব্য দেবেন।
আরও পড়ুন <<>> দুর্নীতির টুঁটি চেপে ধরার অঙ্গীকার তারেক রহমানের
রাজশাহীর সমাবেশ শেষে তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা করবেন। সন্ধ্যার পর নওগাঁ বাইপাসে আরেকটি নির্বাচনি সমাবেশে তিনি ভাষণ দেবেন। পরে তিনি বগুড়ায় যাবেন এবং সেখানেও রাতে একটি নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। ওই রাতে বগুড়ায় তার রাত্রিযাপনের সম্ভাবনা রয়েছে।
মিনু আরও জানান, রাজশাহীর এ নির্বাচনি সমাবেশ স্মরণকালের সর্ববৃহৎ হতে যাচ্ছে। মাদ্রাসা মাঠে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার কয়েক লাখ নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি নেয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, তিন জেলার ১৩টি সংসদীয় আসনের প্রার্থী ও নেতাকর্মীদের সমাবেশে অংশ নিতে নির্দেশ দেয়া হয়েছে। রোববার সকাল থেকেই এ তিন জেলা এবং রাজশাহী মহানগরের বিএনপি নেতাকর্মীরা মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম শুরু করেছেন।
শনিবার রাতের ভার্চুয়াল সভায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থী ছাড়াও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, নাটোর-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং মহানগর বিএনপির নেতারা অংশ নেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































