
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস নিক্ষেপ করছেন
এশিয়া কাপে সুপার ফোরে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততেই হবে বাংলাদেশকে। হারলেই বিদায় নিতে হবে প্রথম পর্ব থেকেই। এমন গুরুত্বপুর্ণ ম্যাচে আগে ব্যাটিং বেছে নিয়েছে টাইগাররা। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবু ধাবিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৮টায়।
বিশ্বের নবম দল হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ২০০তম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। সবচেয়ে বেশি ২৭৪টি আন্তর্জাতিক টি–টোয়েন্টি খেলেছে পাকিস্তান।
এদিন একাদশে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান বাদ পড়েছেন। একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে নতুন বল সামলাতে না পেরে শুরুতেই চাপে পড়েছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সে পরীক্ষায় জয়ের চ্যালেঞ্জ নিলেন লিটন।
আরও পড়ুন<<>>এনসিএল টি-টোয়েন্টি অনির্দিষ্টকাল স্থগিত
হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাড়িয়ে নেয়া যায়নি নেট রান রেট। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচে বড় হারে পরিস্থিতি হয়ে গেছে সঙ্গীন। গ্রুপ পর্ব থেকে বিদায় এড়াতে আফগানিস্তানের বিপক্ষে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে, পাশাপাশি উন্নতি করতে হবে নেট রান রেটেও।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবদিন নাইব, নুর আহমেদ, ফজলহক ফারুকি ও এএম গজনফর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।