ছবি: আপন দেশ
নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশন (ইসি) সচিবের কুশপুতুলে পচা ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনের সামনে তারা এ ক্ষোভ প্রকাশ করেন। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে ইসি সংক্রান্ত দুই-তিনশ নেতাকর্মী জড়ো হয়ে নিবন্ধনের জন্য অবস্থান নেন। এসময় তারা ইসির বিরুদ্ধে নিবন্ধন না দেয়ার কারসাজির অভিযোগ তোলেন এবং নানা স্লোগান দেন।
এ সময় তাদের বলতে শোনা যায়— হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি। এছাড়া তারা সিইসি ও ইসি সচিবের পদত্যাগও দাবি করেন।
বিক্ষুব্ধ সমাবেশকে শান্ত করার জন্য পুলিশ ইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়। ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপ-সচিব তা গ্রহণ করতে চান।
তবে আমজনগণ পার্টির নেতারা তার হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং সচিব বা সিইসি ছাড়া অন্য কারও হাতে তা দেবেন না বলে চলে আসেন।
আরও পড়ুন<<>>রেলপথ মন্ত্রণালয়ের সতর্কতা জারি
এরই মধ্যে সেনাবাহিনী নির্বাচন ভবনে সতর্ক অবস্থান নেয় এবং ইসিতে প্রবেশের কড়াকড়ি আরোপ করে। এ অবস্থায় ভবনের সামনে নেতা-কর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ভাষণে ফাতেমা তাসনিম বলেন, পুলিশ তাদের সঙ্গে তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাত করিয়ে দেয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপ-সচিবের কাছে স্মারকলিপি দেয়ার কথা বলেছে। আমরা তা না দিয়ে ফিরে এসেছি।
এ সময় তিনি বলেন, যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে এক চুলও সরবো না। আগামী ৪৮ ঘণ্টা অবস্থান করব।
এ নির্দেশনায় নেতাকর্মীরা সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ এবং জুতা নিক্ষেপ করেন। পরে কুশপুত্তলিকায় অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় এবং কুশপুতুল দুটো অন্যত্র সরিয়ে নেয়।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































