Apan Desh | আপন দেশ

৫ আগস্টের মতো ভোটকেন্দ্রেও গণজাগরণ ঘটাতে হবে: তারেক রহমান

টাঙ্গাইল প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৪, ৩১ জানুয়ারি ২০২৬

আপডেট: ২০:৫৬, ৩১ জানুয়ারি ২০২৬

৫ আগস্টের মতো ভোটকেন্দ্রেও গণজাগরণ ঘটাতে হবে: তারেক রহমান

ছবি: আপন দেশ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৫ বছর যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের দুঃশাসন শেষ করতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশের মানুষকে ৫ আগস্টের মতো রাজপথ ও ভোটকেন্দ্রে নেমে আসতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে টাঙ্গাইলে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান টাঙ্গাইলের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে বলেন, টাঙ্গাইলের শাড়ি আমাদের গর্ব। গার্মেন্টসের মতো টাঙ্গাইলের শাড়িও বিশ্ববাজারে রফতানি করার উদ্যোগ নেবে বিএনপি। শহরটিকে পরিকল্পিত শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া আনারস প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি এবং ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিক পরিকল্পনার আওতায় পুনরুজ্জীবিত করা হবে। সরকার গঠনের পর বিএনপি মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করবে। এছাড়া খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্য ধর্মের ধর্মগুরুদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন <<>> ইশতেহার ঘোষণা করবে ইসলামী আন্দোলন

ভোট সুরক্ষার বিষয়ে তারেক রহমান বলেন, ঐক্যবদ্ধ থাকলে কেউ ভোটের অধিকার কেড়ে নিতে পারবে না। কেউ বাড়ি বাড়ি গিয়ে ভোটার বিভ্রান্ত করতে চাইলে সবাইকে সজাগ থাকতে হবে। বিশেষ করে নারী ভোটাররা সকাল সকাল ভোটকেন্দ্রে যান, প্রয়োজনে নামাজ পড়ে লাইনে দাঁড়ান এবং ফলাফল ঘোষণার সময় পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিন। আগামী ১২ ফেব্রুয়ারি শুধু নির্বাচন নয়, এটি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের দিন।

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, মেগা প্রকল্পের নামে চলা মেগা দুর্নীতি আমরা দেখেছি। এ অবস্থা আমূল পরিবর্তন করতে হবে। মনে রাখবেন, এ দেশ কোনো দলের নয়, এটি জনগণের।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়