Apan Desh | আপন দেশ

রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ২ আগস্ট ২০২৫

রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকায় তৃতীয় আর্জেন্টিনা

নারী কোপা আমেরিকায় আর্জেন্টিনা দলের উল্লাস

নারী কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-উরুগুয়ে। নির্ধারতি সময়ে ২-২ গোল সমতা শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টান টান উত্তেজনায় গোলরক্ষক সোলানা পেরেইরার নৈপুণ্যে উরুগুয়েকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে আলবিসেলেস্তেরা।

শনিবার (০২ আগস্ট) ভোরে নারী কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় তুলে নেয় ইয়ামিলা রদ্রিগেজরা। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো আসরের তৃতীয় হয়ে মিশন শেষ করলো আলবিসেলেস্তেরা।

ব্রাজিলের বাইরে নারী কোপা আমেরিকার একমাত্র শিরোপাধারী দল আর্জেন্টিনা। শেষবার ২০০৬ সালে ফাইনাল খেলেছিল তারা। টুর্নামেন্টটিতে ১৯ বছরের শিরোপা খরা কাটানোর মিশন নিয়ে এবার নেমেছিল তারা। শুরুটাও ছিল আশা জাগানিয়া। গ্রুপ পর্বের ৪ ম্যাচের সবকটি জিতে সেমিফাইনাল নিশ্চিত করে তারা। কিন্তু সেরা চারের লড়াইয়ে ভাগ্য সহায় হয়নি তাদের।

গত ২৯ জুলাই সেমিতে কলম্বিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়ে যায় আর্জেন্টিনার। শিরোপার লড়াইয়ে রোববার (০৩ আগস্ট) ভোরে কলম্বিয়া মুখোমুখি হবে ৯ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের।

আরওপড়ুন<<>>বিশ্ব সাঁতারে চীনা স্কুলছাত্রীর রেকর্ড

এদিকে ফাইনাল নিশ্চিত করতে ব্যর্থ হলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ঠিকই ভাগ্যের সহায়তা পেয়েছে আর্জেন্টিনার মেয়েরা। এদিন ২৪তম মিনিটে বাঁ কর্নার থেকে মার্টিনের ক্রস গোলমুখে পেয়ে দলকে লিড এনে দিয়েছিলেন আলদানা কমেত্তি। তবে তাদের লিড ১০ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ৩৫ মিনিটে এসপেরানজা পিজারোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। তবে বিরতির ঠিক আগে ব্যবধানটা ২-১ এগিয়ে যায় তারা। 

ম্যাচের ৮২তম মিনিট পর্যন্ত এ লিড ধরে রেখে জয়ের পথে হাঁটছিল উরুগুয়ে। কিন্তু সর্বনাশটা করে বসেন ডিফেন্ডার স্টেফানি ত্রিগার্তেন। ডি-বক্স লাইনে আর্জেন্টিনার ক্যারোলিনা ত্রোনকোসোকে অপ্রয়োজনীয় ফাউল করে পেনাল্টি উপহার দেন তিনি। যদিও গুরুতর কোনো ফাউল ছিল না। কিন্তু রেফারির বাঁশি আওয়াজ দেয় আলবিসেলেস্তেদের পক্ষে। সুযোগ হাতছাড়াও করেনি তারা। সফল স্পটকিকে ৮৩তম মিনিটে দলকে সমতায় ফেরান ফ্লোরেনসিয়া বোনসেগুন্দো। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

যেখানে আলবিসেলেস্তেদের জন্য ত্রাণকর্তা হয়ে দাঁড়ান গোলরক্ষক সোলানা। উরুগুয়ের নেয়া পাঁচ শটের মধ্যে দ্বিতীয় শটটি ঠেকিয়ে দেন তিনি। অন্যদিকে সবগুলো শট জালে জড়াতে সক্ষম হয় আর্জেন্টিনার মেয়েরা। তাতে ৫-৪ ব্যবধানে জয় তুলে তৃতীয় স্থান অর্জন করে নেয় আলবিসেলেস্তেরা।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়