Apan Desh | আপন দেশ

বিশ্ব সাঁতারে চীনা স্কুলছাত্রীর রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৩৫, ২ আগস্ট ২০২৫

বিশ্ব সাঁতারে চীনা স্কুলছাত্রীর রেকর্ড

চীনের স্কুলছাত্রী যু জিদি

বেশ কিছু দিন ধরেই বিশ্ব ক্রীড়াঙ্গনের আলোচনায় চীনের স্কুলছাত্রী যু জিদি। ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপে মেয়েদের ৪X২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জ জিতেছেন চীনের স্কুলছাত্রী যু জিদি। মাত্র ১২ বছর বয়সে বৈশ্বিক আসরে শিরোপা জিতে তিনি রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছেন। এ ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে অস্ট্রেলিয়া আর যুক্তরাষ্ট্র জিতেছে রূপার পদক। 

সাঁতারের বৈশ্বিক কোনো মেজর টুর্নামেন্টে সব ইভেন্ট মিলিয়ে পদক জয়ের পথে সর্বকনিষ্ঠ সাঁতারু যু জিদি। এরমধ্য দিয়ে সে ভেঙেছে ৩৯ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৬ সালে অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপসে মেয়েদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ১৩ বছর ১৫৮ দিন বয়সে পদক জেতে কানাডার অ্যালিসন হিগসন। আর ১২ বছর ২৯২ দিন বয়স হয়েছিল যু জিদির। 

অলিম্পিকে অবশ্য যু জিদির চেয়েও কম বয়সে ব্রোঞ্জ জয়ের কীর্তি আছে। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। তবে বিশ্ব অ্যাকুয়াটিকসে সর্বকনিষ্ঠের রেকর্ডটি এখন যু জিদির দখলে। 

আরও পড়ুন<<>> বিশ্ব সাঁতারে ক্যারিয়ারের টাইমিং অ্যানির

আগামী অক্টোবরে ১৩ বছরে পা দিতে যাওয়া যু জিদি রেকর্ডের প্রতিক্রিয়ায় বলেছেন, আমি আবেগতাড়িত হয়ে পড়েছি, এটি অসাধারণ অনুভূতি। আগামী অক্টোবরে ১৩তম জন্মদিন উদ্‌যাপন করতে যাওয়া স্কুল পড়ুয়া যু জিদি আগের দিনই পদক জিততে পারত। কিন্তু মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অল্পের জন্য হেরে যায় সে। প্রতিযোগিতা শেষ করে চতুর্থ হয়ে।

এর আগে ব্যক্তিগত মিডলের ফাইনালেও যু জিদি মাত্র ০.০৬ সেকেন্ডের ব্যবধানে পদক হাতছাড়া করে। সেখানেও চতুর্থ স্থানেই শেষ করে সে। গত মে মাসে চীনের জাতীয় প্রতিযোগিতায় ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ১২ বছর বয়সীদের মধ্যে রেকর্ডও গড়ে যু জিদি। সে প্রতিযোগিতায় তার সাঁতার শেষ হয়েছিল ২ মিনিট ১০.৬৩ সেকেন্ডে। এমন অসাধারণ পারফরম্যান্সের পর ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে 'সেনসেশন' হিসেবে আখ্যায়িত করে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়