 
										ছবি: সংগৃহীত
গল টেস্ট এখন নাটকীয়তায় মোড় নিয়েছে, যেখান থেকে জয়, ড্র কিংবা পরাজয়—সবই সম্ভব বাংলাদেশের জন্য। প্রথম ইনিংসে ১০ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৭৭ রান তুলে ১৮৭ রানের লিড পেয়েছে টাইগাররা। সব ঠিকঠাক চললে, এ ম্যাচে প্রথমবারের মতো গল টেস্টে জয়ও দেখা দিতে পারে বাংলাদেশ শিবিরে।
শেষ দিনে স্বাগতিকদের হারাতে চাইলে স্কোরবোর্ডে ৩০০ কিংবা তার বেশি রানের লিড তুলে নিতে হবে বাংলাদেশকে। এছাড়া ড্র করতেও দরকার বড় পুঁজি। যাতে লঙ্কানদের ব্যাটিংয়ে ঠেকিয়ে রাখা যায় পুরো দিন। আবার টাইগারদের ব্যাটিং বিপর্যয় হলে, ওয়ানডে মেজাজে খেলেও জিততে পারে স্বাগতিকরা। এমন সমীকরণের ম্যাচে বাংলাদেশের হয়ে বাজিমাত করলেন স্পিনার নাঈম হাসান।
শ্রীলঙ্কার প্রথম ইনিংসে চতুর্থ দিনের শুরুতে স্কোরবোর্ড ছিল ৪ উইকেটে ৩৬৮ রান। সেখান থেকে ১১৫ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট তুলে নেয় টাইগাররা। আর ৪৮৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। তবে লঙ্কানদের ধস নামানোর পেছনে মূল নায়ক ছিলেন স্পিনার নাঈম হাসান। তার জাদুকরী বোলিংয়ে ৪২ ওভার বল করে ১২১ রানে ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরান টাইগারদের।
আরওপড়ুন<<>>এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন আলিফ
বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসেও প্রভাব বিস্তার করেন নাঈম, তবে এবার বল হাতে নয়, আত্মবিশ্বাস ছড়িয়ে। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে বলেন, অবশ্যই আমাদের সামনে জেতার সুযোগ আছে। যদি ভালো সংগ্রহ দাঁড় করাতে পারি, তাহলে পঞ্চম দিনে বল হাতে চেষ্টা চালানো যাবে।
শ্রীলঙ্কার শেষ চার উইকেট দ্রুত তুলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, আমি চেষ্টা করেছি ভালো জায়গায় ধারাবাহিকভাবে বল করতে। পেসে ভ্যারিয়েশন এনেছি, সিমের অবস্থান বদলে দেখেছি কোনটা কাজ করছে। পাশাপাশি প্রতিটি ব্যাটারের বিরুদ্ধে আলাদা পরিকল্পনা নিয়ে বল করেছি।
দেশের বাইরে প্রথমবারের মতো টেস্টে পাঁচ উইকেট পেলেন নাঈম। অভিষেক টেস্টে ৫ উইকেট ছিল, এরপর দেশের মাটিতে আরও একটি। এবার গল টেস্টে নিজের প্রথম বিদেশের ‘ফাইফার’ নিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ যে এমন সুযোগ দিয়েছেন, আমি সেটা কাজে লাগাতে পেরেছি।
জাতীয় দলে নিয়মিত নন, সীমিত ওভারের ফরম্যাটে তো এখনও সুযোগই মেলেনি। তবু নিজেকে ‘আনলাকি’ ভাবেন না নাঈম। বরং ভাগ্য মেনেই এগিয়ে চলেন। বলেন, ‘আনলাকির কিছু নেই। যা আল্লাহ রিজিকে রেখেছেন, তাই হবে। সবার ক্যারিয়ার এক রকম হয় না। আমার যেটা হচ্ছে, সেটাও আলহামদুলিল্লাহ।
চতুর্থ দিন সকালে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন নাঈম হাসান। এখন তাকেই ঘিরে টাইগারদের শেষ দিনের স্বপ্ন—যে স্বপ্নে গলে জয়ও দেখা দিতে পারে বাংলাদেশের।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































