Apan Desh | আপন দেশ

টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৫, ১৮ মে ২০২৫

টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সংগৃহীত ছবি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের যুবারা। রোববার (১৮ মে) অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতেই গোলরক্ষকের ভুলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। মাঝমাঠ থেকে ভারতের অধিনায়ক সিঙ্গামায়ান শামির নেয়া লম্বা শটে পরাস্ত হন গোলরক্ষক মাহিন। এরপর ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

আরও পড়ুন>>>আগুনে পুড়ে হাসপাতালে বিশ্বকাপজয়ী ব্রাজিল ফুটবলার

বিরতির পর ৬১ মিনিটে গোল পায় বাংলাদেশ। জয় আহমেদের গোলে ম্যাচে ফেরে টাইগাররা। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতায় থাকে দুই দল। এরপর টাইব্রেকারে হেরে রানার্স আপের ভাগ্য বরণ করে বাংলাদেশের যুবারা।

এর আগে, মালদ্বীপের সঙ্গে ড্র ও ভুটানকে হারিয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সেখানে নেপালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, গত সাফ অনূর্ধ্ব-১৯ আসরে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়