
ব্রাজিল ডিফেন্ডার লুসিও
ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ক লুসিও। শুক্রবার (১৬ মে) নিজ বাসায় অগ্নিদগ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে ব্রাসিলিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী নায়ককে। লুসিওর শরীরের বিভিন্ন অংশ নাকি পুড়ে গেছে।
হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, আগের থেকে লুসিওর শারীরিক অবস্থা উন্নতির দিকে। তাকে ২৪ ঘন্টার নজরদারিতেই রাখা হয়েছে। পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে লুসিওর পরিস্থিতির অবনতি না হয়। এরপর ইনস্টাগ্রামে লুসিওর অ্যাকাউন্ট থেকেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তিনি আপাতত আগের থেকে ভালো আছেন।
সেই বিবৃতিতে বলা হয়, লুসিওর অবস্থা এখন স্থিতিশীল। তার জ্ঞান রয়েছে, আর দরকারি সমস্ত চিকিৎসা দেয়া হচ্ছে তাকে। লুসিওর শরীরের দগ্ধ ক্ষতগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে দেখানো হচ্ছে। সব মিলিয়ে ওর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে। আগের থেকে, যা বেশ ইতিবাচক দিক।
আরওপড়ুন<<>>ইতালিয়ান ওপেন জিতে পাওলিনির ইতিহাস
এতে আরও বলা হয়, আমরা লুসিওর ভক্তদের কাছে কৃতজ্ঞ, তাদের প্রার্থনা এবং আশীর্বাদের জন্য। এ দুঃসময়ে আপনার আপনাদের প্রিয় তারকার পাশে থেকেছেন। আমরা আশা করব, আমাদের পরিবারের ব্যক্তিগত বিষয়গুলি আপাতত ব্যক্তিগতই থাকবে। কোনো আপডেট দেয়ার হলে আমরা এ মাধ্যম ব্যবহার করেই আপনাদের জানাব। ঈশ্বরের শক্তি এবং আশির্বাদে ও দ্রুত সুস্থ হয়ে উঠবে, এ আশাই করছি।
লা গাজেটা দেল স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী নিজ ঘরেই আগুনে দগ্ধ হন ব্রাজিলের বিশ্বকাপজয়ী এ ডিফেন্ডার। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২০০০-২০২১ সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলের ডিফেন্সের হৃদয় ছিলেন দীর্ঘদেহি লুসিও।
ব্রাজিলের বিশ্বকাপ জয়ীএ ডিফেন্ডার নিজের কেরিয়ারের জাতীয় দলের ১০৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। আর গোল করেছেন ৪টি গোল। এছাড়া ইন্টার মিলানের পাশাপাশি বেয়ার লেভারকুসেন এবং বায়ার্ন মিউনিখেও খেলেছেন লুসিও। কিছুদিন ছিলেন ইতালির ক্লাব জুভেন্তাসেও।
২০১০ সালের ট্রেবলজয়ী ইন্টার মিলান দল যখন চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, সেই দলেরও সদস্য ছিলেন লুসিও। এরপর ইন্ডিয়ান সুপার লিগের ক্লাব এফসি গোয়ার হয়েও মিডফিল্ডার হয়ে খেলতে এসেছিলেন ব্রাজিলের এ সুপারস্টার। ২০২০ সালে ব্রাজিলেনস এফসিতে নিজের ফুটবল জীবন শেষ করেন লুসিও।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।