 
										ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে বেশ অনেকদিন ধরেই হার্দিক পান্ডিয়ার স্ত্রীর নাম দেয়া ছিল ‘নাতাশা স্টানকোভিচ পান্ডিয়া’। তবে সম্প্রতি ‘পান্ডিয়া’ অংশটা বাদ দিয়েছেন এ সার্বিয়ান মডেল। মূলত তখন থেকেই শুরু হয় গুঞ্জন, পান্ডিয়ার সঙ্গে নাকি তার ডিভোর্স হতে যাচ্ছে। এরই মধ্যে বেশকিছু ভারতীয় গণমাধ্যম এ প্রসঙ্গে খবর প্রকাশ করেছে।
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে কঠিন একটা মৌসুম কাটিয়েছেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার কাছ থেকে দায়িত্ব নিয়ে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। পয়েন্ট টেবিলের তলানির দল হিসেবে আসর শেষ করেছে মুম্বাই। মৌসুমজুড়ে পান্ডিয়াও ছিলেন বাজে ফর্মে। একাধিকবার সমর্থকদের রোষানলে পড়েছেন তিনি।
অধিনায়ক হিসেবে রোহিত শর্মার স্থলাভিষিক্ত হওয়ায় পান্ডিয়ার বিরাগভাজন মুম্বাইয়ের অধিকাংশ সমর্থক। প্রথম ম্যাচ থেকে শুরু করে পুরো আসরেই তারা মুম্বাই দলপতিকে দুয়োধ্বনি দিয়েছেন। অবশ্য শেষের দিকে তার মাত্রা কিছুটা কমেছিল। তবে সমর্থকদের ক্ষোভ যে শেষ হয়েছে গেছে, তা মোটেই বলা যাচ্ছে না।
সমর্থকরা বলছেন, পান্ডিয়ার এবারের আইপিএল ভাগ্য তার পারিবারিক জীবনেও ফিরে এসেছে। গুঞ্জনমতে, এরই মধ্যে স্টানকোভিচ ও পান্ডিয়া আলাদা থাকা শুরু করেছেন। শিগগিরই হতে পারে ডিভোর্সও।
আরও পড়ুন>> বাফুফের দুই কর্মকর্তাকে ফিফার নিষেধাজ্ঞা
রেডিট’র এক পোস্টের বরাত দিয়ে মিন্ট বলছে, বিচ্ছেদ হলে পান্ডিয়া স্ত্রীর কাছে তার সম্পত্তির ৭০ শতাংশ হারাবেন।
অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় ২০২০ সালে তড়িঘড়ি করে বিয়ে করেন পান্ডিয়া-স্টানকোভিচ। ওই বছরের জুলাইয়ে তাদের ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়। ২০২৩ সালে আবার বিয়ে করেন তারা, এবার করেন জাঁকজমকভাবে। তবে তাদের বিচ্ছেদ হলে বেশ বড়সড় ধাক্কাই খেতে যাচ্ছেন পান্ডিয়া।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































