‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’
দেশের মালিকানা অন্য কোনো রাষ্ট্র বা শক্তির হাতে নয়—এ দেশের সিদ্ধান্ত নিতে হবে দেশের মানুষকে। তাই ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানেই আগামী দিনের রাজনীতিকে গড়ে তুলতে হবে। এ মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে ইতোমধ্যে টালবাহানা শুরু হয়েছে। সংস্কারের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। কিছু গোষ্ঠী সম্ভবত ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে। পলাতক স্বৈরাচারের আমলে আমরা দেখেছি কীভাবে আদালতকে অবজ্ঞা করা হয়েছে। সে ধারা এখনো চলছে।
০৫:৪৯ পিএম, ২৮ মে ২০২৫ বুধবার