Apan Desh | আপন দেশ

তারেক রহমান

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে প্রতিটি কন্যার স্বপ্ন দেখার, শেখার, নেতৃত্ব দেয়ার ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার উদ্‌যাপন করার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিভাইড পেইজে এক বার্তায় তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, একজন কন্যাসন্তানের পিতা হিসেবে আমি জানি, কন্যাদের ক্ষমতায়ন শুধু নীতির বিষয় নয়, এটি ব্যক্তিগত দায়িত্বও। আমাদের স্বপ্ন এমন এক বাংলাদেশ গড়ার, যেখানে প্রত্যেক কন্যা সে স্বাধীনতা, সুযোগ ও নিরাপত্তা পাবে। যা প্রতিটি অভিভাবক তাদের সন্তানের জন্য কামনা করে। তিনি বলেন, বিএনপি সরকার সবসময় মানুষের জীবন বদলে দেয়ার কাজ করেছে। সুযোগ পেলে ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

০৩:২৭ পিএম, ১১ অক্টোবর ২০২৫ শনিবার

‘শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি’

‘শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে কমিশন গঠন করবে বিএনপি’

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক-কর্মচারীসহ সকল পেশাজীবীর সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (০৭ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিনি এ সহযোগিতা চান। সোহরাওয়ার্দী উদ্যানে এ উপলক্ষে একটি শিক্ষক মহাসমাবেশ আয়োজিত হয়। সেখানে তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি একটি জ্ঞান ও মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠন করতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নে আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষকদের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাতি গঠনে আপনাদের ভূমিকা অনস্বীকার্য। একটি উন্নত দেশ গড়তে মেধাবী প্রজন্ম তৈরি করাই মূল লক্ষ্য।

০৭:০৩ পিএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

২ দশক পর গণমাধ্যমের মুখোমুখি তারেক রহমান

প্রায় দুই দশক পর প্রথম বারের মতো সাক্ষাৎকার দিতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেয়া এ সাক্ষাৎকারে তিনি নির্বাচন, রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।   দুই পর্বের এ সাক্ষাৎকারটি আগামী সোম ও মঙ্গলবার সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশ করা হবে। রোববার (০৫ অক্টোবর) রাত সোয়া ৭টা দিকে বিবিসি নিউজ বাংলার ভেরিয়ায়েড ফেসবুক পেজে তারেক রহমানের ছবি পোস্ট করে এ তথ্য জানানো হয়।  প্রসঙ্গত, প্রায় ১৭ বছর ধরে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন তারেক রহমান। সেখান থেকে ভার্চ্যুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তবে এরমধ্যে সরাসরি কোনো গণমাধ্যমের প্লাটফর্মে কথা বলেননি তিনি। তাই তার সাক্ষাৎকারটি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে আগ্রহের সৃষ্টি করেছে।

০৯:৫৩ পিএম, ৫ অক্টোবর ২০২৫ রোববার

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত হোক’

‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত হোক’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিবৃতি দিয়েছেন। বুধবার (০১ অক্টোবর) গণমাধ্যমে এ বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি। আবহমানকাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী-গোত্র-সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে, এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য। শরতে বাংলাদেশের চারদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা। আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন।

০৪:০৯ পিএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার

‌‌‘সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন’

‌‌‘সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন’

সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়ার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া এক ভিডিওবার্তায় হিন্দু সম্প্রদায়ের প্রতি তিনি এ আহবান জানান।      তারেক রহমান বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। আমি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা।      তিনি বলেন, দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র, সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য। একজন বাংলাদেশি হিসেবে এর ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে উঠে আমাদের বিভিন্ন ধর্ম, গোত্র, সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্ব।

০২:১৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার

‘গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে’

‘গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে’

দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে। এ কথা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং না করে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহবান জানান তারেক রহমান। তিনি বলেন, বক্তব্য অনেক হয়েছে এখন কাজ করতে হবে।

০৬:৩৫ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

ভ্যানচালক মোস্তফা শেখের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

বাগেরহাটের ফকিরহাটে এক ভ্যানচালকের অসহায় পরিবারের দায়িত্ব নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই ভ্যানচালকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। একমাত্র সন্তান জন্ম থেকেই প্রতিবন্ধী। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে এ পরিবারের দুর্দশার খবর প্রচারিত হয়। লন্ডনে থাকা তারেক রহমান খবরটি জানার পর তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি সংগঠনের একটি প্রতিনিধি দল ফকিরহাটে গোলাম মোস্তফা শেখের বাড়িতে যায়। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তারেক রহমানের সহমর্মিতার কথা তাদের কাছে পৌঁছে দেন। এসময় প্রতিনিধি দলটি অসহায় এই পরিবারটির সার্বিক খোঁজ-খবর নেন। পাশাপাশি গোলাম মোস্তফা শেখের প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। 

০৪:০৮ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

‘বদরুদ্দীন উমর ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক’

‘বদরুদ্দীন উমর ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক’

বদরুদ্দীন উমর ছিলেন এদেশের স্বাধীন বিবেকের এক প্রতীক। এ মন্তব্য করেছেন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  রোববার (০৭ সেপ্টেম্বর) বদরুদ্দীন উমরের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। বিবৃতিতে তারেক রহমান বলেন, মরহুম বদরুদ্দীন উমর বারবার রাজরোষে পড়া সত্ত্বেও তিনি তার আদর্শ বাস্তবায়নে ছিলেন আপোষহীনভাবে স্থির। কোনো ভীতি বা হুমকি নিবৃত্ত করতে পারেনি তার কর্তব্যকর্ম থেকে। স্বৈরতন্ত্রকে উপেক্ষা করে তিনি তার স্বাধীন মতামত প্রকাশে কখনোই কুণ্ঠিত হননি। তিনি এদেশে ছিলেন স্বাধীন বিবেকের এক প্রতীক।

০৩:২২ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৫ রোববার

‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার’

‘তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করা হবে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের। তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সমাধান আমরা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্টের আবেদন করেছেন কিনা সেটি আমার জানা নেই। তিনি যখন আসবেন তখন পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই প্রয়োজন আমরা দিতে পারব।

০৭:৩৯ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

‘সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ’

‘সর্বোচ্চ আদালতে প্রমাণিত হয়েছে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ’

সর্বোচ্চ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল বিভাগের রায়ের পর এমন মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এদিন তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ২১ আগস্ট গ্রেনেড হামলার সব আসামির খালাস রায় বহাল রেখে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

০১:৫১ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement