Apan Desh | আপন দেশ

ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:১৮, ৮ ডিসেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে: তারেক রহমান

ছবি: আপন দেশ

বিএনপি আবারও ক্ষমতায় গেলে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (০৮ ডিসেম্বর) ঢাকার ফার্মগেটের খামারবাড়িতে ‘বিএনপির দেশ গড়ার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মসূচির উদ্বোধন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিনন আহমেদ।

বিএনপি কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, দেশের বাইরের কর্মসংস্থানে পাঠানোর আগে ট্রেনিং দেয়ার পরিকল্পনা করছে। বিএনপি যতবার সুযোগ পেয়েছে মানুষের জন্য ভালো কিছু করেছে। 

আরও পড়ুন<<>>দুর্নীতির লাগাম একমাত্র বিএনপিই টেনে ধরতে পারে: তারেক রহমান

এ মুহূর্তে দেশ গড়ার পরিকল্পনা বিএনপি ছাড়া আর অন্য কোনো দলের আছে কি, এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, সনদ বাস্তবায়ন, চেতনা বাস্তবায়নের কথা না বলে বাস্তবধর্মী হতে হবে। মানুষ কী চাইছে সেটি আগে দেখতে হবে। দেশের কী প্রয়োজন সেগুলো ঠিক করতে হবে। আন্দোলনে বিজয় হওয়ার পর একে অপরকে দোষ না দিয়ে এখন দেশটা গড়তে হবে।

স্বৈরাচার পালিয়েছে এরপর কী, এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে প্রতিটি সেক্টর কৃষি-স্বাস্থ্য-শিক্ষা-আদালত-প্রশাসনসহ সব ধ্বংস করা হয়েছে। এগুলো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। 

খেলাধুলায় অনেক কর্মসংস্থান বাড়ানো সম্ভব মন্তব্য করে তিনি বলেন, তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়