
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস ও মারিয়া কোরিনা মাচাদো
এ বছর নোবেল শান্তি পুরস্কার জিতেছেন ভেনেজুয়েলার গণতন্ত্রকামী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বৈরশাসন থেকে গণতন্ত্রের শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিতে অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি তার এ সম্মাননা। নোবেলজয়ী মাচাদোকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূস শুক্রবার (১০ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় বলেন, আমি মারিয়া কোরিনা মাচাদোকে আমার অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাই। যিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়েছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখে তিনি কখনো থেমে যাননি। তার দেশ ও জনগণের জন্য একটি স্বাধীন ও ন্যায়পরায়ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে অটল প্রতিশ্রুতি রেখেছেন।
আরও পড়ুন<<>>আশাহত ট্রাম্প, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মাচাদো
তিনি নোবেল কমিটির উদ্ধৃতি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর, যারা নীরব থাকতে অস্বীকার করেন। যারা ঝুঁকি নিয়ে সামনে আসেন এবং আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা স্বাভাবিকভাবে আসে না, সেটিকে সর্বদা রক্ষা করতে হয় কথায়, সাহসে ও দৃঢ়তায়।
প্রফেসর ইউনূস আরও বলেন, মিসেস মাচাদো এক উত্তম বিশ্বের কল্পনা করেছেন এবং তা বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন।
প্রধান উপদেষ্টা বার্তার শেষে পুনরায় উল্লেখ করেন, অভিনন্দন মারিয়া করিনা মাচাদো।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।