
ছবি: আপন দেশ
‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (০৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ খবর নিশ্চিত করেছেন।
আহতরা হলেন- মো. মাজহারুল ইসলাম (২৭), মো. বিল্লাল (৪৫), মো. ফাহাত (২০), মো. মুনসুর ইসলাম (৩৮), মো. শরীফ (৩২), মো. পলাশ (২১), মো. হাবিবুল্লাহ (২৩), মো. ইয়াসিন (২৫), মো. মিশু (২৩), মো. মিহাত (১৭)।
আরও পড়ুন<<>> শেখ হাসিনার পালানোর দিনে আকাশে উড়লো হেলিকপ্টার বেলুন
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অনুষ্ঠানস্থলে ‘হেলিকপ্টার বেলুন’ উড়ানো হচ্ছিল। আয়োজকদের দাবি, গত বছরের এ দিনে দুপুর ২টা ২৫ মিনিটে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর ঘটনাকে স্মরণীয় করে রাখতে প্রতীকীভাবে হেলিকপ্টার বেলুন উড়ানো হয়। সে সময় গ্যাসভর্তি বেলুন থেকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। তারা তাৎক্ষণিকভাবে এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে এবং বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘মানিক মিয়া এভিনিউতে বেলুন বিস্ফোরণের ৮ জন আহত হয়ে এসেছেন। প্রত্যেকেই অল্প আহত হয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।