Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার পালানোর দিনে আকাশে উড়লো হেলিকপ্টার বেলুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১১, ৫ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৪৮, ৫ আগস্ট ২০২৫

শেখ হাসিনার পালানোর দিনে আকাশে উড়লো হেলিকপ্টার বেলুন

ছবি: আপন দেশ

আজ ৩৬ জুলাই (০৫ আগস্ট), মঙ্গলবার। ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এ দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। এ দিন দুপুরে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। 

দিনটি স্বরণে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবচেয়ে বড় আয়োজনটি করা হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। শেখ হাসিনার পালানোর দিনে ‘আকাশে ওড়ানো হয় শতাধিক হেলিকপ্টার-আকৃতির রঙিন বেলুন। এ প্রতীকী বেলুন উৎসব হয়ে ওঠে দিনটির অন্যতম আকর্ষণ।

বেলা ২টা ২৫ মিনিটে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় বেলুন উৎক্ষেপণ পর্বে আকাশজুড়ে ছড়িয়ে পড়ে লাল, নীল, হলুদ ও সাদা রঙের ধোঁয়া। শতাধিক রঙিন ফ্লেয়ার জ্বালানো হয় এবং হেলিকপ্টারের আদলে যার মাধ্যমে পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকারের পতনের প্রতীক হিসেবে তুলে ধরা হয় শেখ হাসিনার দেশত্যাগকে।

আয়োজকরা জানান, ‘স্বৈরশাসক গত বছর ৫ আগস্ট বেলা ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারেই পালিয়ে যায়। তাই এ বেলুনগুলো সেই মুহূর্তের স্মরণ এবং বিদায়ের প্রতীক।’ এ বেলুন ওড়ানোর সময় উপস্থিত জনগণ ‘ভয় নয়, বিজয়’ স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।

আরও পড়ুন<<>> ৫ আগস্ট একটি চেতনা-একটি জাগরণ-একটি অঙ্গীকার

এমন প্রতীকী কর্মসূচিকে অনেকেই দেখছেন সৃজনশীল প্রতিবাদের নতুন রূপ হিসেবে। অনুষ্ঠানে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, এ বেলুন ওড়ানো শুধু নয়নের আনন্দ নয়, বরং প্রতীকীভাবে অত্যাচারের অবসানকে চিহ্নিত করার অভিনব উপায়।

উৎসবমুখর পরিবেশে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেকেই হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিল অপেক্ষায়, কখন আকাশে উড়বে সে ‘স্বৈরাচার পতনের প্রতীক’।

পরিবার নিয়ে আসা এক অভিভাবক বলেন, ‘আমার ছেলেকে এ দৃশ্য দেখাতে চেয়েছিলাম, যেন সে জানে এক সময় এ দেশে মানুষ অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল এবং জিতেছিল।’

পুরো বেলুন কর্মসূচি চলে নির্ধারিত সময় ধরে, কড়া নিরাপত্তার মধ্যে। স্বেচ্ছাসেবকদের সহায়তায় শৃঙ্খলা বজায় রেখে বেলুনগুলো ধাপে ধাপে ছেড়ে দেয়া হয়। পুরো আয়োজনেই ছিল নিরাপত্তা বাহিনীর সতর্ক নজরদারি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন ৫ আগস্ট: রিজভী জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না ১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিব না: জামায়াত মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, নিশ্ছিদ্র নিরাপত্তা সিলেটে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ