
ছবি: সংগৃহীত
অতি সম্প্রতি নতুন এক সমীক্ষায় দেখা গেছে, যারা প্রায়ই ভ্রমণ করেন তারা ভ্রমণ না করা মানুষদের চেয়ে বেশি সুখী হন। সমীক্ষায় আরও দেখা গেছে, যারা নিয়মিত বাড়ি থেকে কমপক্ষে ৭৫ মাইল দূরে ভ্রমণ করেন, তারা প্রায় ৭ শতাংশ বেশি সুখী। ভ্রমণ জীবনের গতানুগতিক রুটিন থেকে মানুষকে বেরিয়ে আসতে সহায়তা করে।
ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। ইউনিভার্সিটির হসপিটালিটি বিজনেস ম্যানেজমেন্টের সহকারী অধ্যাপক চুন-চু চেন এ গবেষণা চালান।
অধ্যাপক চুন চে চেন তার গবেষণায় দেখিয়েছেন, যে মানুষেরা ভ্রমণ নিয়ে কথা বলেন এবং ছুটির পরিকল্পনা করেন, তারা অন্যদের চেয়ে সুখী। সমীক্ষায় অংশ নেওয়া ৫০০ জনের মধ্যে অর্ধেকের বেশি মানুষ বছরে চারটির বেশি ভ্রমণে যাওয়ার কথা জানিয়েছেন চুন-চু চেনকে।
আপন দেশ/এইউ