Apan Desh | আপন দেশ

রাজউকের সাবেক চেয়ারম্যানের অস্থাবর সম্পদ জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ১৯ মে ২০২৫

আপডেট: ১৯:৩৫, ১৯ মে ২০২৫

রাজউকের সাবেক চেয়ারম্যানের অস্থাবর সম্পদ জব্দ

মো. ছিদ্দিকুর রহমান সরকার

রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদ জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় অস্থাবর সম্পদ জব্দের এ আদেশ দেয়া হয়।

সোমবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষে সংস্থাটির পরিচালক আবুল হাসনাত সম্পদ ক্রোক চেয়ে আবেদন করেন।

আরওপড়ুন<<>>নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আবেদনে বলা হয়, ছিদ্দিকুরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের অন্যান্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে প্রাপ্ত রেকর্ডপত্র মোতাবেক জানা যায়, ছিদ্দিকুর রহমান ও তার স্ত্রী রেবেকার নামীয় সর্বমোট ১৩টি বিও অ্যাকাউন্টে বিপুল পরিমাণ শেয়ারের মালিকানা রয়েছে। এছাড়া বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর ও সঞ্চয়পত্রে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে। তাদের নামে থাকা অস্থাবর সম্পদ থেকে টাকা উত্তোলন করে বিদেশে পাচারের চেষ্টা করছেন বলে গোপন সূত্রে জানা গেছে। তারা অর্থ বিদেশে পাচার করলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়ত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ছিদ্দিকুর রহমান সরকার ও তার স্ত্রী গাজী রেবেকা রওশনের অস্থাবর সম্পদ অবরুদ্ধ (ফ্রিজিং) করা প্রয়োজন।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়