
ছবি: সংগৃহীত
ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় প্রকম্পিত হয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা। ভয়াবহ মিসাইল হামলার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিরশেবার বেশ কয়েকটি আবাসিক এলাকা।
শুক্রবার (২০ জুন) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
অঞ্চলটিতে সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো। মিসাইল হামলার পর আগুন ছড়িয়ে পড়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িতে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নিরাপত্তাকর্মীরা। বন্ধ রয়েছে অঞ্চলটির একটি ট্রেন স্টেশন।
আরওপড়ুন<<>>‘ইসরায়েলের পরবর্তী টার্গেট পাকিস্তানের পারমাণবিক প্রকল্প’
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়নি। বিস্ফোরণের পর দমকল ও নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এর আগে, ইরানজুড়ে পাল্টা অভিযান চালায় আইডিএফ। ৬০টি যুদ্ধবিমান দিয়ে পরিচালিত সেই হামলায় প্রায় ১২০টি বোমা ফেলা হয়। লক্ষ্য ছিল তেহরানে অবস্থিত ইরানের বিশেষ বাহিনীর সদরদফতর। তেল আবিবের দাবি, ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী একটি কারখানাও ধ্বংস করা হয়েছে। এছাড়া সারফেস টু সারফেস মিসাইল ব্যবহার করেও হামলা চালানো হয়।
ইসফাহানের পাশাপাশি ক্যাস্পিয়ান সাগর-সংলগ্ন ইরানের উপকূলীয় শিল্প অঞ্চলেও হামলার ঘটনা ঘটে। এমনকি উত্তরাঞ্চলীয় রাশত শহর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।