
ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি
ইরানের পর পাকিস্তানে অভিযানের হুমকি দিয়েছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী মেইর মাসরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ও উর্দু ভাষায় একাধিক পোস্টে এ হুমকি দেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়ার দিকে মনোযোগ দেয়ার কথা বলেন। তিনি লেখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লেখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়। আপনার উপলব্ধিই যথেষ্ট।
মেইর মাসরি ইসরায়েলের সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বর্তমানে কোনো সরকারি পদে না থাকলেও ইসরায়েলের রাজনীতিতে তিনি এখনো প্রভাবশালী।
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে অভিযোগ ওঠে—ইসরায়েল ইরানে পরমাণু হামলা চালালে পাল্টা জবাব দেবে পাকিস্তান। তবে ওই অভিযোগ উড়িয়ে দেয় ইসলামাবাদ।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, পরমাণু কর্মসূচি শুধুমাত্র দেশের স্বার্থেই ব্যবহৃত হবে। এ ঘোষণার পরপরই পাকিস্তানের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করার কথা জানান ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী।
অন্যদিকে, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ সেরেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। বৈঠকের পর ট্রাম্প জানান, তিনি অসীম মুনিরের সঙ্গে দেখা করতে পেরে ‘সম্মানিত’।
গতমাসে ভারতের পেহেলগামে জঙ্গী হামলার পর উত্তেজনা দেখা দেয়ার পর যুদ্ধ বিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। এ যুদ্ধবিরতি কার্যকরে পাক সেনাপ্রধানের অসামান্য ভূমিকার জন্য এসময় ট্রাম্প তাকে ধন্যবাদ জানান।
বৈঠকের পর হোয়াট হাউজের মুখপাত্র আনা কেলি বলেন, আসিম মুনির ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়ার আহবান জানিয়েছিলেন, কারণ তিনি (ট্রাম্প) ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধ ঠেকাতে সক্ষম হয়েছেন—এ কারণেই প্রেসিডেন্ট তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।