Apan Desh | আপন দেশ

তেহরান খালি করার নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৩, ১৭ জুন ২০২৫

আপডেট: ১৭:৪৪, ১৭ জুন ২০২৫

তেহরান খালি করার নির্দেশ ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প

ইরানিদের অবিলম্বে তেহরান খালি করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, সবাইকে এখনই তেহরান ত্যাগ করতে হবে।  তবে এ হুঁশিয়ারির পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি তিনি। এদিকে, মার্কিন প্রেসিডেন্টের এ হুঁশিয়ারি আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

পোস্টে ডোনাল্ড ট্রাম্প আরও লেখেন, ইরান আমার প্রস্তাবিত চুক্তি মেনে নিলে আজকের প্রাণহানি এড়ানো যেত। এটা দুঃখজনক ও অনর্থক প্রাণহানি। পরিষ্কার করে বলছি, ইরান পারমাণবিক অস্ত্র গ্রহণ করতে পারে না। আমি বারবার এটা বলেছি!

আরওপড়ুন<<>>ত্র্রাণের অপেক্ষায় থাকা ৪৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

এদিকে, তেহরানের পূর্বাঞ্চলে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। তেহরানের এই অঞ্চলটি মূলত আবাসিক এবং ঘনবসতিপূর্ণ।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, সোমবার বিকেলের দিকে পূর্ব তেহরানের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।  এর কিছুক্ষণ পরই পূর্ব তেহরানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ শুরু হয়।

আইডিএফের বিমান হামলায় পূর্ব তেহরানে কতজন নিহত কিংবা আহত হয়েছেন— তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, শুক্রবার (১৩ জুন) থেকে পালটাপালটি হামলা ভয়াবহ রূপ নিয়েছে। ইসরাইল ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে। জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়