ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিতর্কিত খসড়া নিয়ে আন্দোলনের হুমকি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিতর্কিত খসড়া সংশোধন না করলে আন্দোলনের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণ রক্ষা কমিটি।
রোববার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি। নেতৃবৃন্দ বলেন, সাত কলেজের স্বতন্ত্র রক্ষা করেই সেন্ট্রাল ইউনিভার্সিটি হতে হবে।
সংগঠনের আহবায়ক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেন, হাইব্রিড পদ্ধতিতে নয় অক্সফোর্ড, ফেডারেল বা অন্য কোনো মডেল অনুসরণ করে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যেতে পারে। এ ইউনিভার্সিটির অধীনে সাতটি কলেজ পরিচালিত হবে।
প্রকাশিত খসড়ায় অনুযায়ী বিশ্ববিদ্যালয় হলে সাতটি কলেজ তার নিজস্ব স্বকীয়তা হারানোর পাশাপাশি ইডেন ও বদরুন্নেসা কলেজের নারী শিক্ষার সংকোচিত হবে। ফলে এ খসড়া সংশোধন না করা হলে ১৬ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনসহ কঠোর সর্মসূচি দেয়া হবে।
০২:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার