উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ২৭
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আরও চার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জন। মঙ্গলবার (২২ জুলাই) ভোররাত সোয়া ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। নিহত চার শিক্ষার্থী হলো- এরিকসন (১৩), আরিয়ান (১৩), নাজিয়া (১৩) ও সায়ান ইউসুফ (১৪)।
০৮:৫৯ এএম, ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার