ছবি: আপন দেশ
কুড়িগ্রাম সংসদীয় আসন-৪ রৌমারি (রাজিবপুর-চিলমারী) এলাকায় মনোনয়নের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ আন্দোলন করেছে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোছা. মমতাজ হোসেন লিপি'র সমর্থনকারীরা। এ সময় উপজেলা বিএনপিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সাধারণ মানুষজন অংশ নেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাতে রৌমারী এলাকায় শত শত মানুষ হাতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
এসময় উপস্থিত ছিলেন রৌমারি থানা কৃষকদলের আহবায়ক মো. কামরুজ্জামান বাবু,মো. আব্দুর রাজ্জাক,মো. বাবু,মো. শুক্কুর আলী,স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সানোয়ার হোসেন,মো. সুনাম আলী,মো. মোকলেস আলী, মহিলা দলের নেত্রী মোছা. আয়শা বেগম,মোছা. আসমাখাতুনসহ অনান্য নেতাকর্মীরা।
আরও পড়ুন<<>>কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
বিক্ষোভে মিছিলে মহিলা দলের নেত্রী মনোনয়ন বঞ্চিত প্রার্থী মমতাজ হোসেন লিপিকে মনোনয়ন দেয়ার জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, এ আসনে একই পরিবার থেকে ছোট ভাই জামায়াতের প্রার্থী এবং বড় ভাই বিএনপির প্রার্থী। সাধারণ ভোটার বিষয়টি অন্যভাবে নিয়েছে। তাই বলছি মমতাজ হোসেন লিপিকে বিএনপির মনোনয়ন দিলে নিশ্চিত আমাদের এ আসনে ধানের শীষ জয় লাভ করবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































