Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৯, ৮ ডিসেম্বর ২০২৫

কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

ছবি: আপন দেশ

কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলা চিলমারী সরকারি কলেজ ৫-১ গোলে কুড়িগ্রাম সরকারি কলেজকে পরাজিত করে।

সোমবার (০৮ ডিসেম্বর) বিকেলে কুড়িগ্রাম স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী ফিরুজুল ইসলাম সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>ব্যারিস্টার ফুয়াদের উপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল 

যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার ১২টি কলেজ অংশ নিচ্ছে।

চিলমারী কলেজের পক্ষে ইমরান-২ রিয়াদ-২ মুরাদ-১ এবং কুড়িগ্রাম সরকারি কলেজের পক্ষে মিঠুন ১টি করে গোল করে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,  যুবসমাজকে অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখার ক্ষেত্রে ফুটবল খেলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া চর্চা শারীরিক সুস্থতার পাশাপাশি শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়