Apan Desh | আপন দেশ

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৫, ১০ নভেম্বর ২০২৫

আপডেট: ১১:২৫, ১০ নভেম্বর ২০২৫

ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

ছবি : আপন দেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমদ হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (০৯ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়ে সোমবার (১০ নভেম্বর) ভোরে ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত আহমদ হোসেন উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া এলাকারই বাসিন্দা। হত্যায় অভিযুক্ত তার ছেলের নাম রিয়াদ হোসেন (২২)। ঘটনার পর পার্শ্ববর্তী উপজেলা বাঁশখালীতে পালানোর পথে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আহমদ হোসেনের সঙ্গে তার ছেলে রিয়াদের কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে বাবা আহমদ হোসেনের গলায় ছুরিকাঘাত করেন ছেলে রিয়াদ। চিৎকার শুনে পরিবারের সদস্যরা আহমদ হোসেনকে উদ্ধার করেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

আরও পড়ুন<<>>সাতক্ষীরায় দলীয় মনোনয়ন নিয়ে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর গলার ডান পাশে ধারালো কিছু দিয়ে আঘাতের জখম রয়েছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর অভিযুক্ত রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়