Apan Desh | আপন দেশ

খুন

জামাইকে হত্যা করে সপরিবারে পালালো শ্বশুর

জামাইকে হত্যা করে সপরিবারে পালালো শ্বশুর

পটুয়াখালী সদর উপজেলায় জামাই খুন হয়েছেন। শ্বশুরের কোদালের আঘাতে জামাই নিহত হন। শ্বশুরের কাছে রাখা টাকা ও গহনা চাইতে গিয়ে এ ঘটনা ঘটে।  সোমবার (২০ অক্টোবর) রাত ৯টার দিকে ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়ার আঊরা পুল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি সদর উপজেলার লাউকা‌ঠি ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা ঘটনার বিষয়ে জানান, কিছুদিন আগে অভিনাশ তার ছোটবিঘাইয়ে শ্বশুরবাড়িতে কিছু টাকা ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকেল ৫টার দিকে তিনি স্ত্রী মনিকা দাসকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে তিনি সে টাকা ও গহনা ফেরত চান। এ সময় শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রী মনিকা দাসের সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে শ্বশুর ও শ্যালক কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করে। তিনি ঘটনাস্থলেই মারা যান।

০১:১৯ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

সাজিদ হত্যার ৯০ দিনেও বিচার না হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

সাজিদ হত্যার ৯০ দিনেও বিচার না হওয়ায় শিক্ষার্থীদের ক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০তম দিন আজ। দীর্ঘ সময়েও সাজিদের খুনিদের গ্রেফতার করতে ব্যর্থতার পরিচয় দেয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৫ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে একটি সাইনবোর্ড সাঁটিয়ে দেয় তারা। এতে লেখা, সাবধান! সাজিদ হত্যার আজ ৯০তম দিন! এরপরে কি আমি? এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত, ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন, হাসিব আল সজীব, জুলকারনাইন দোলন, জারিন তাসনিম পুষ্প, আরিফ, যায়েদ বিন ওসমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

০৬:৫৩ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement