Apan Desh | আপন দেশ

ড্রামট্রাক চাপায় শিশুসহ ৩ জনের প্রাণহানি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৫, ৩ অক্টোবর ২০২৫

ড্রামট্রাক চাপায় শিশুসহ ৩ জনের প্রাণহানি

ছবি: আপন দেশ

গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম পাশে বাইপাস সড়কে ড্রামট্রাক-সিএসজি মুখোমুখি সংঘর্ষ শিশুসহ তিন যাত্রী নিহত ও দুজন আহত হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর) সকাল সোয়া ৮টার দিকে এ হতাহতের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদশীরা জানায়, যাত্রীবাহী সিএনজি কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রামট্রাক ডানে মোড় নেয়ার সময় সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। এছাড়া গুরুত্বর আহতদের গাজীপুর হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন-  ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মৃত গুক্কুকের ছেলে আবু তালেব (২৭), নরসিংদীর মনোহরদি উপজেলার সুকন্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আলী উল্লাহ (৪০) ও সিরাজগঞ্জের মো. তামিম (৪)।

আরওপড়ুন<<>>ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

আহতরা হলেন- সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তার স্ত্রী ছালমা বেগম (৩৫)। নিহত শিশু তামিম আহত হাফিজুর রহমানের ছেলে। হতাহতরা সবাই কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে সিএনজিযোগে নরসিংদী যাচ্ছিলেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. জাবেদ কায়সার বলেন, সকাল ৯টার দিকে দুজনকে মৃত এবং তিনজনকে গুরতর আহত অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার এসআই মো. রাসেল জানান, নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা গেছে। একজনের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরজনের পরিবারকে খবর পাঠানোর চেষ্টা চলছে। ড্রামট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়