Apan Desh | আপন দেশ

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: মাসুদ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ২১:১৫, ১১ আগস্ট ২০২৫

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে: মাসুদ

ড. শফিকুল ইসলাম মাসুদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতেই নির্বাচন হতে হবে। তিনি মনে করেন, এ পদ্ধতিই দেশের বিদ্যমান সংকট সমাধানের একমাত্র পথ।

সোমবার (১১ আগস্ট) পটুয়াখালীর একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, জাতীয় সরকারের জন্যই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া প্রয়োজন। এটিই সবচেয়ে সহজ এবং গ্রহণযোগ্য সমাধান। এ পদ্ধতির মাধ্যমে ছোট, মাঝারি, ও বড়—সব ধরনের রাজনৈতিক দলই জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

বর্তমান প্রশাসনিক কাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করে ড. শফিকুল বলেন, বিচারব্যবস্থায় সংস্কার ও একটি ন্যূনতম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে আরেকটি নির্বাচন আয়োজন মানে দেশকে নতুন করে বিপদের মুখে ঠেলে দেয়া। প্রশাসনে পরিবর্তনের প্রয়োজন থাকলেও এখনো তেলবাজদের প্রাধান্য দেওয়া হচ্ছে, যা দুঃখজনক।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী জামায়াতের আমির আব্দুল্লাহ আন নাহিয়ানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়