Apan Desh | আপন দেশ

ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি, কমার সম্ভাবনা নেই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৫, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি, কমার সম্ভাবনা নেই

ফাইল ছবি

বাঙালির জীবনে অশনিসংকেত হচ্ছে ষড়ঋতুর বাংলাদেশে ছয়টি ঋতুর তিনটি হারাতে বসেছে। হারিয়ে যাওয়া ঋতুর তালিকায় আছে শরৎ, হেমন্ত ও বসন্ত। গ্রীষ্ম এখনো মাঠঘাট চৌচির করে নিজের আবির্ভাবকে জানান দেয়। বর্ষার মেঘ ও বর্ষণ ক্রিয়া করে। শীত শহুরে জীবনে খুব একটা দৃশ্যমান না হলেও গ্রামবাংলায় প্রকট। 

কিন্তু শরৎ ও হেমন্ত প্রকৃতিতে যেসব পরিবর্তন নিয়ে আসে, তাতে আমূল পরিবর্তন ঘটে না। মানবসৃষ্ট কারণে ঋতুবৈচিত্র্যের রূপের বিবর্তন এখন আর আগের মতো বর্ণিল নয়। এ জন্যও শরৎ ও হেমন্তের অবস্থা অনেকটা নতজানু।

বর্তমান বাস্তবতায় শরৎ-হেমন্ত ঋতু বর্ষার বর্ষণ কমিয়ে কোমল সোনা রোদের আবহাওয়া উপভোগের সুযোগের চেয়ে বরং ভ্যাপসা গরম ও মাঝে মাঝে বৃষ্টি নগর জীবনে ভোগান্তি বাড়ায়। এখন বৃষ্টি হলেও কেন যেন শীতলতা এনে দিতে পারে না। ফলে আশ্বিন মাসের অসহনীয় গরম পরিবেশকে আরও অসহনীয় করে তুলছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে। এদিন সকালে আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও উচ্চ আর্দ্রতার কারণে গরমের অনুভূতি আরও বেশি হবে।

আরও পড়ুন<<>>রাতের মধ্যে সাত জেলায় ঝড়-বৃষ্টি আশঙ্কা

পূর্বাভাসে বলা হয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৮ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে গত রাতের সারাদেশের পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকার দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসঙ্গে রংপুর, সিলেট, রাজশাহী, বগুড়া ও চুয়াডাঙ্গা অঞ্চলে প্রবাহিত মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়