Apan Desh | আপন দেশ

নির্বাচনী প্রচারণা

খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনী মাঠে নামছে বিএনপি

খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচনী মাঠে নামছে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। তারা দুই শতাধিক আসনের জন্য ১-৬ প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে। এ মাসের তৃতীয় সপ্তাহে মনোনীত একক প্রার্থীকে নির্দেশ দেয়া হবে। তারা আনুষ্ঠানিকভাবে গণসংযোগে নামবেন। দীর্ঘ ১০ বছর পর খালেদা জিয়া সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন। দলীয় সূত্রে এমন ইঙ্গিত মিলেছে। তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার হবে। খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। জাপান থেকে একটি বুলেটপ্রুফ মিনিবাস আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে এ যানবাহনটি তৈরি করা হয়েছে। যানটির আমদানির জন্য সরকারের সংশ্লিষ্ট দফতরে নথি জমা দিয়েছে বিএনপি। এ মিনিবাসে চেয়াপারসনের সঙ্গে চিকিৎসক ও নিরাপত্তা কর্মকর্তারা থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসনে আসনে বিরোধ মেটানো হয়েছে। এরপর একক প্রার্থী চূড়ান্ত করা হয়। একক প্রার্থীর পক্ষে কাজ না করলে বহিষ্কার করা হবে। 

০৫:৪৩ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি করার অধিকার নেই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিএনপি-জামায়াতকে ধিক্কার জানাই। বিএনপি হচ্ছে একটি সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। কারণ তারা মানুষ পোড়ায়, মানুষ হত্যা করে। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে আর তাদের রাজনীতি মানুষ পোড়ানোতে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, তাদের (বিএনপি-জামায়াত) দোষর হলো একাত্তরের যুদ্ধাপরাধীরা। বিএনপি হচ্ছে খুনি, সন্ত্রাসী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারী, মানিলন্ডারিং ও এতিমের অর্থ আত্মসাৎকারীর দল। আর তাদের সঙ্গে জুড়েছে যুদ্ধাপরাধীর দল জামায়াত। তারা নির্বাচন চায় না, নির্বাচন বানচাল করতে চায়।

০৫:৪৩ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৩ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement