Apan Desh | আপন দেশ

‘শুধু বগুড়া নয় সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ০৯:১৮, ৩০ জানুয়ারি ২০২৬

আপডেট: ০৯:২০, ৩০ জানুয়ারি ২০২৬

‘শুধু বগুড়া নয় সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে’

ছবি : আপন দেশ

শুধু নিজ জেলা নয়, বগুড়াবাসীকে নিজের জেলার পাশাপাশি সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১২টার দিকে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে এক নির্বাচনী জনসমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় নিজের জন্য এবং বগুড়ার অন্যান্য আসনগুলোর প্রার্থীদের জন্য ধানের শীষে ভোট চান বিএনপি প্রধান।

তারেক রহমান বলেন, এ মুহূর্তে আমার আপনাদেরকে কিছু দেবার নাই। এ মুহূর্তে আপনাদের (বগুড়াবাসী) কাছে শুধু আমার চাইবার আছে। ঘরের মানুষ এ যে, আমি এত রাত্রে যে মিটিং করছি, এ যে রাজনীতি করছি, এ যে কাজ করছি… আমার স্ত্রী যদি আমাকে সহযোগিতা না করতেন আমি কিন্তু পারতাম না। উনার সহযোগিতা আছে বলেই আমি পেরেছি।

তিনি বলেন, ঠিক একইভাবে আপনারা বগুড়ার মানুষ যদি আমার পাশে থাকেন, আমাকে যদি মানসিকভাবে শক্তি সমর্থন আপনারা দেন তাহলে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে আগামী দিনে একটা সুন্দর ভালো শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারবো। কাজেই আমি আপনাদের কাছে চাইতে এসেছি আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা, আপনাদের দোয়া আপনাদের কাছ থেকে আমি চাইতে এসেছি।

তারেক রহমান বলেন, আপনাদেরই আরেক সন্তান সবসময় বলতেন… তার নাম হচ্ছে শহীদ জিয়াউর রহমান। উনি বলতেন, দেশকে গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে।

তিনি বলেন, আমরা কাজ না করলে আমাদের দেশকে আমরা গড়ে তুলতে পারবো না। কাজেই উনার কথার সঙ্গে মিল রেখে আমি একটা কথা বলি…  সবসময় প্রত্যেক জায়গায় বলেছি, সে কথাটা হচ্ছে, করব কাজ,গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।

তিনি আরও বলেন, আপনাদের দোয়া চাইতে এসেছি, দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে সমগ্র বগুড়া জেলার প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি গ্রাম ,প্রত্যেকটি উপজেলা, প্রত্যেকটি পৌরসভার, প্রত্যেকটি মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আপনারা বগুড়ার প্রত্যেকটি মানুষ আমাকে আপনাদের এ সন্তান তারেক রহমানকে নিয়ে যাতে আপনারা গর্ব করতে পারেন সে দোয়া আমাকে করবেন। আমাকে নিয়ে যাতে আপনারা অহংকার করতে পারেন সে দোয়া আপনারা করবেন।

তারেক রহমান বলেন, আল্লাহ চাইলে সরকার গঠন করলে, শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না। বগুড়াবাসীকে নিজের জেলার সঙ্গে সঙ্গে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। আপনাদেরকে সমগ্র দেশের নেতৃত্ব দিতে হবে… পারবেন… ইনশাল্লাহ।

আরও পড়ুন<<>>আমাদের পালিয়ে যাওয়ার জায়গা নেই: তারেক রহমান

তিনি আরও বলেন, আর চাকরি-বাকরি অথবা ব্যবসা-বাণিজ্য যেগুলা আছে ইনশাল্লাহ সবকিছু যোগ্যতার ভিত্তিতেই হবে। যেহেতু আমরা নিশ্চয়ই চাইবো না যে অন্য কেউ আমাদেরকে কোন বিতর্কিত অবস্থান ফেলুক যে বগুড়া বলেই সব পাচ্ছে আমরা বগুড়া না বলে পাচ্ছি না… আমরা কি চাই এরকম বলুক মানুষ।

তিনি বলেন, আমরা আমাদের বগুড়ার নাম খারাপ করতে চাই না । সেজন্যই বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবেন।

তারেক রহমান বলেন, কেমন আছেন আপনারা সবাই? আমি প্রথমেই আজকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই। কারণ, আজকে প্রায় ১৯ বছর পরে আল্লাহ আমাকে আবার তৌফিক দিয়েছেন, নিজের ভূমিতে ফিরে আসার। প্রিয় বগুড়াবাসী নিজের ঘরে এসে কি বলব? আসলে আমি নিজেও একটু তাল হারিয়ে ফেলেছি, নিজেও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছি। আমি সেজন্য নির্বাচনী জনসভা বক্তব্য রাখার কথা কিন্তু কি বক্তব্য আমি রাখবো ঠিক আমি নিজেও বুঝে উঠতে পারছি না। ঘরের মানুষের কাছে তো বলবার কিছু নেই। আছে কিছু ঘরের মানুষের কাছে বলবার?

২০০১-২০০৫ সালে বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার কথা উল্লেখ করে তিনি বলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বগুড়া সদর সহ সমগ্র জেলায় মানুষের প্রয়োজনে যে কাজগুলো করা দরকার ছিল আমরা চেষ্টা করেছি। সব কাজগুলো কম বেশি করার জন্য হয়তো আমরা ১০০% সাকসেসফুল হইনি। যতটুকু পেরেছি সরকারের আইন কানুন ও রীতিনীতির মধ্য থেকে যতটুকু সম্ভব হয়েছে আমরা চেষ্টা করেছি। এ বনানী মাটিডালি রাস্তায় বলুন, এ যে চওড়া রাস্তা বলুন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বলুন, গ্যাসের লাইনের কথা বলুন, এরকম আরো বিভিন্ন উন্নয়নের কাজের কথা বলুন না কেন যা যা মানুষের প্রয়োজন আমরা চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, এ বগুড়ার কাজগুলো করার জন্য বগুড়া আমার কাছে একটি মডেল জেলার মত ছিলো। কারণ আমি সবসময় চিন্তা করতাম যে বাংলাদেশের ৬৩টি জেলাকে কিভাবে কোনদিন যদি আল্লাহ সুযোগ দেয় কোনদিন যদি আল্লাহ রহমত দেয় তাহলে ওই ৬৩টি জেলা আছে বগুড়া মডেলের মতো সাজাব।

তারেক বলেন, এ নির্বাচনটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে। কারণ এ নির্বাচন আমাদেরকে দিক নির্দেশনা দিবে যে আগামী দিনে দেশ কোন দিকে পরিচালিত হবে। আমরা যদি আমাদের প্রত্যাশিত কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে নিয়ে যেতে চাই অবশ্যই তাহলে আমাদেরকে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রবর্তন করতে হবে এবং তার জন্য ১২  তারিখের নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকালে তারেক রহমান সড়কপথে রংপুরে পীরগঞ্জ যাবেন ২৪-এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে। সেখান থেকে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা