ছবি : আপন দেশ
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভা মঞ্চে আসন গ্রহণ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রংয়ের বুলেট প্রুফ বাসযোগে তিনি মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন। এরপর জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান। বর্তমানে তিনি মঞ্চে প্রধান অতিথির আসনে বসে রয়েছেন।
মঞ্চে তার সঙ্গে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শীর্ষ নেতারা। বর্তমানে তিনি মঞ্চে বসে স্থানীয় নেতাদের বক্তব্য শুনছেন এবং কিছুক্ষণ পর প্রধান অতিথির ভাষণ দেবেন।
এর আগে দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দুপুর ১২ টা ১৮ মিনিটের দিকে ঢাকা থেকে একটি বিশেষ ফ্লাইটে পৈতৃক রাজনীতির চারণভূমি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান। এরপর দুপুর দেড়টায় তিনি হযরত শাহ মখদুম (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত করেন, পুষ্পস্তবক অর্পণ করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী সমাবেশে যোগ দেন।
আরও পড়ুন<<>>শেরপুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত, বিএনপি সুষ্ঠু তদন্ত চায় : মাহদী আমিন
মাদ্রাসা ময়দানের নির্ধারিত সীমানা ছাড়িয়ে নেতাকর্মীদের ভিড় পার্শ্ববর্তী সিঅ্যান্ডবি মোড়, ফায়ার সার্ভিস মোড় এবং সাহেববাজার পর্যন্ত বিস্তৃত হয়েছে। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোর থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ট্রাক, বাস এবং ট্রেনযোগে জনসভায় যোগ দিতে শুরু করেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের পোস্টার, ব্যানার এবং জাতীয় পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা।
রাজশাহীর জনসভা শেষে বিকেলেই তারেক রহমান সড়কপথে নওগাঁর উদ্দেশে রওনা দেবেন। বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত ৮টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনী জনসভায় তার ভাষণ দেয়ার কথা রয়েছে। রাতে তিনি বগুড়ার নিজ পৈতৃক নিবাসে অবস্থান করবেন।
উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৪ সালে রাজশাহীতে দলীয় একটি প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন। দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হিসেবে মাদ্রাসা ময়দানের এই ঐতিহাসিক জনসভায় তার সশরীরে অংশগ্রহণকে বিএনপির স্থানীয় নেতারা উত্তরবঙ্গের রাজনীতিতে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন। সাধারণ মানুষের মাঝেও এই জনসভাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































