Apan Desh | আপন দেশ

‘নারী খেলোয়াড়দের ওপর অতীতে হামলার বিচার হলে পুনরাবৃত্তি ঘটতো না’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৪, ৭ আগস্ট ২০২৩

আপডেট: ১৯:৪২, ৭ আগস্ট ২০২৩

‘নারী খেলোয়াড়দের ওপর অতীতে হামলার বিচার হলে পুনরাবৃত্তি ঘটতো না’ 

খুলনায় বটিয়াঘাটার তেঁতুলতলা গ্রামে বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঢাকা: খুলনায় বিভাগীয় অনুর্ধ্ব-১৭ দলের নারী ফুটবলারদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। সোমবার ( ৭আগষ্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সঞ্চালনা করেন নারী প্রগতি সংঘের পরিচালক শাহনাজ সুমী।

কর্মসূচিতে বক্তরা বলেন, অগ্রযাত্রার পথে অবদান রেখে চলা নারীর প্রতি একেরপর এক নির্যাতনের ঘটনা ঘটছে। নারী-বিদ্বেষী মনোভাবকে এখন কেবল পুরুষতান্ত্রিক মনোভাব বলে আর চালিয়ে দেয়া যাবে না। অতীতে নারী খেলোয়াড়দের ওপর সংঘটিত হামলার ঘটনায় অপরাধীদের বিচার নিশ্চিত করা হলে আজ একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতো না।

নারী খেলোয়াড়দের প্রতি হামলার পুনরাবৃত্তি রোধে বাধাসৃষ্টিকারী এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানান তারা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের প্রতিনিধি দিলীপ সরকার, মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র কো-অর্ডিনেটর মহুয়া লেয়া, অ্যাকশন এইডের নুরুন্নাহার, নারীমুক্তি সংসদের শিউলি সিকদার, নারী ঐক্য পরিষদের শাহানা ফেরদৌস লাকি, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড সম্পাদক রেখা সাহা, কর্মজীবী নারীর জোবাইদা উর্মি  এবং ঢাকা ওয়াইডব্লিউ সিএর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী প্রমুখ।

আপন দেশ/এবি/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা